Home Entertainment ব্রিটেনে কনকনে ঠান্ডায় নেটফ্লিক্সের স্কুইড গেমের শুটিংয়ে হাইপোরথারমিয়ায় আক্রান্ত প্রতিযোগীরা, মামলার মুখে সংস্থা, সহ-প্রযোজকরা

ব্রিটেনে কনকনে ঠান্ডায় নেটফ্লিক্সের স্কুইড গেমের শুটিংয়ে হাইপোরথারমিয়ায় আক্রান্ত প্রতিযোগীরা, মামলার মুখে সংস্থা, সহ-প্রযোজকরা

by Mahanagar Desk
13 views

মহানগর ডেস্ক: ছবি তোলার সময় তাদের পদ্ধতি হাইপোথারমিয়া এবং স্নায়ু বিকল করে দেয়, এমন গুরুতর অভিযোগ করে নেটফ্লিক্স ও তার প্রযোজকদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন স্কুইড গেম-দ্য চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা। ব্যক্তিগত ক্ষতি মোকাবিলায় বিশেষ সুনাম পাওয়া ব্রিটেনের ল ফার্ম ইতিমধ্যেই দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির হয়ে ওকালতি শুরু করে দিয়েছে।

ওই দুজনের অভিযোগ ব্রিটেনের ঠান্ডা আবহাওয়ায় তারা হাইপোরথেমিয়ার শিকার হয়েছে। তাঁদের স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের হয়ে আইনজীবীরা স্টুডিও লাম্বার্ট ও দ্য গার্ডেন এবং নেট ফ্লিক্সের স্কুইড গেমের সহ প্রযোজকদের চিঠি পাঠিয়েছে। ওই গেমটিতে ৪৫৬জন প্রতিযোগী অংশ নিয়ে থাকেন। পুরস্কার মূল্য ৪.৫৬ মিলিয়ন, যা গেমশোয়ের ইতিহাসে বৃহত্তম নগদ পুরস্কার। কনকনে ঠান্ডায় গেমটির ছবি তোলা হয়েছিল বেডফোর্ড শায়ারে ভূতপূর্ব রয়াল বিমানঘাঁটিতে।

ব্রিটেনের সংবাদপত্র গার্ডিয়ান জানিয়েছে নেটফ্লিক্স এর আগে জানিয়েছিল তারা মোট প্রতিযোগীর মধ্যে ছবি তোলার সময় তিনজনকে চিকিৎসার ব্যবস্থা করেছিল। তবে গুরুতর অসুস্থতার দাবি সত্যি নয়। এক্সপ্রেস সলিসিটরসের সিইও ড্যানিয়েল স্লেড জানিয়েছেন নেটফ্লিক্স ও তাদের সহ-প্রযোজকদের সঙ্গে প্রতিযোগীদের এই ঝামেলাকে ডেভিড ও গোলিয়াথের যুদ্ধ হিসেবেই মানুষ দেখছে।

তিনি জানান প্রতিযোগীরা ভেবেছিলেন কোনওকিছু মজাদার ব্যাপারে তাঁরা অংশ নিয়েছেন। যাঁরা অসুস্থ বা জখম হয়েছেন তাঁরা ভাবেননি তাঁদের এমন ভুগতে হবে। প্রবল ঠান্ডায় বেদনাদায়ক অবস্থায় সময় কাটিয়ে এই মুহূর্তে তাঁরা জখম বা অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন। এই শো-টি নেটফ্লিক্সের দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় ড্রামা সিরিজ থেকে অনুপ্রাণিত।এদিকে স্কুইডগেমের মুখপাত্র জানিয়েছেন এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। প্রতিযোগীদের বাড়তি যত্ন নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved