Home Entertainment রাজপুত্রের পর রাজকন্যা, মেয়ের নাম কী রাখলেন রাজ-শুভশ্রী?

রাজপুত্রের পর রাজকন্যা, মেয়ের নাম কী রাখলেন রাজ-শুভশ্রী?

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: যা আশা করেছিলেন, তাই হল! ছেলের জন্মের ৩ বছর পর মেয়েই এলো কোলে। পরিকল্পনা, আশা সবটাই হল পূর্ণ। মেয়ের মা হলেন টলিউড সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের ঠিক ২ বছরের মাথাতেই ২০২০ সালে করোনা মরসুমে ইউভানের মা হন শুভশ্রী। এরপর তাঁর তিনি আকারে মোটা হয়ে গিয়েছিলেন। যার ফলে অনেক কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে ক্যামেরায় ফেরার পর। তবে ২ বছরে নিজের আকার কমিয়ে ছিমছামও হয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু তার মধ্যেই দ্বিতীয় সন্তানের আশা করেন তিনি। যদিও রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই পরিকল্পনা ছিল অনেকদিনের। তাই ইউভান একটি বড় হতেই ৩ বছরের মাথায় পরিবার আলো করে কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্তঃসত্ত্বা নায়িকা বলেছিলেন, ছেলের পর এবার মেয়ের মা হতে চান তিনি। লক্ষ্মীবারে শুভশ্রীর কোল আলো করে এসেছে রাজকন্যা। বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিট লাগোয়া এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিলেন শুভশ্রী। বিকাল পৌনে চারটে নাগাদ সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর ভক্তদের জানান রাজ। এরপরই সন্ধ্যা নামতেই যৌথ বিবৃতিতে শুভশ্রী আর রাজ লেখেন, ‘আমরা কন্যা সন্তানের বাবা-মা হলাম। আমাদের দুনিয়ায় তোমাকে স্বাগত ইয়ালিনি চক্রবর্তী’। অর্থাৎ এখানেই স্পষ্ট ইউভানের ছোট বোনের নাম ইয়ালিনি।

বাংলায় এই নামটি খুব বেশি প্রচলিত না হলেও তামিল ভাষীদের কাছে এটি অধিক প্রচলিত। এই নামের অর্থ সংগীত সুর। অর্থাৎ মা সরস্বতীর আরেক নাম ইয়ালিনি। আপতত খুদের প্রথম ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। কারণ ইউভানের মুখ দেখাতে খুব বেশিদিন সময় নেন নি তাঁরা। এদিকে তারকা জুটিকে শুভেচ্ছায ভরাচ্ছেন তাঁদের বন্ধু বান্ধব এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা। শুভশ্রীর অন্যতম কাছের বন্ধু মৌনি রায়। শুভশ্রীর পোস্টে তিনি লেখেন, ‘উচ্ছ্বসিত, এত খুশি যে বলার ভাষা নেই….ছোট্ট পরীকে অনেক ভালোবাসা’। পূজা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার চিহ্ন আঁকেন। সৌমিতৃষা, সন্দীপ্তা, সায়ক-সহ টলিপাড়ার একগুচ্ছ সদস্য তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved