Home National কর্নাটকে মন্দির দর্শন করে ফেরার পথে দুর্ঘটনা, SUV-বাসের সংঘর্ষে মৃত ৬

কর্নাটকে মন্দির দর্শন করে ফেরার পথে দুর্ঘটনা, SUV-বাসের সংঘর্ষে মৃত ৬

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: সরকারি বাসের সঙ্গে এসইউভি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে কর্নাটকের সাথানুর শহরের কাছে কেম্মলে গেট চত্বরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ৬ জন তীর্থযাত্রী বোঝাই একটি এসইউভিতে গাড়ির সাথে একটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই প্রাণ হারায় ৬ জন।

এস ইউ ভি গাড়িতে থাকা তীর্থযাত্রীরা বেঙ্গালুরুর চাঁদপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে। চামরাজানগরের মালে মহাদেশশ্বর মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে চিহ্নিত করা গিয়েছে। তাঁরা হলেন নাগেশ, পুত্রারাজু, জোথির্লিঙ্গপ্পা (গাড়ির মালিক), গোবিন্দ এবং কুমার।

আরও পড়ুন: ইসরোর নজরে সূর্য, জানা গেলো আদিত্য এল-১ মিশনের দিনক্ষণ

দুর্ঘটনার কবলে পড়ে এসইউভি গাড়িটি একেবারে ভেঙে চুরে যায়। বাসের চালকও গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে বাস যাত্রীদের আঘাত ততটা গুরুতর নয়। দুর্ঘটনা গ্রস্থ গাড়ি থেকে মৃতদেহগুলিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে স্থানান্তরিত করেছে।

একটি বিবৃতিতে, কেএসআরটিসি জানায়, দুর্ঘটনার কবলে বাসটি রামানগর বিভাগের কনকপুরা ডিপোর। কেএসআরটিসি চালক SUVটিকে বিপরীত দিক থেকে দ্রুত এগিয়ে আসতে দেখেন এবং দুর্ঘটনা এড়াতে বাসটিকে রাস্তার মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই প্রচেষ্টা সত্ত্বেও, দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়নি। কেএসআরটিসি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

 

You may also like