Home National সেপ্টেম্বরে এই কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, সেরে নিন প্রয়োজনীয় কাজ

সেপ্টেম্বরে এই কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, সেরে নিন প্রয়োজনীয় কাজ

by Admin
2 views

 

 

উৎসবের মরসুম শুরুর সাথে সাথে সেপ্টেম্বরে ছুটি থাকবে বেশ কয়েকটি নির্ধারিত ব্যাংকের কাজকর্ম।রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ছুটির তালিকা মতে সেপ্টেম্বর মাসে ১২টি সরকারি ছুটি থাকবে বলে জানা গিয়েছে।আগামী মাসে রবি এবং শনিবারে ছুটি থাকছে ১৬টি ব্যাংক।

আগামী ৬ই সেপ্টেম্বর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ওড়িশা,অন্ধ্রপ্রদেশ,বিহার ইত্যাদি অঞ্চলের ব্যাংকগুলো এই দিনে ছুটি থাকবে বলে ঘোষনা করা হয়েছে।৭ ই সেপ্টেম্বরও জন্মাষ্টমী উপলক্ষে গুজরাট,মধ্যপ্রদেশ, চণ্ডীগড়,সিকিম ইত্যাদি নানা রাজ্যের ব্যাংক বন্ধ থাকবে।

৮ই সেপ্টেম্বর G-20 শীর্ষ সম্মেলন উপলক্ষে বন্ধ থাকবে দিল্লীর সমস্ত ব্যাংকগুলো।১৮ ই সেপ্টেম্বর থাকবে বরসিদ্ধি বিনায়ক ব্রত /বিনায়ক চতুর্থী।এই দিনে বন্ধ থাকবে কর্ণাটক ও তেলেঙ্গানার ব্যাংক।১৯ শে সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে বন্ধ থাকছে গুজরাট,তামিলনাড়ু,মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যের ব্যাংকগুলো।উড়িষ্যা এবং গোয়ার ব্যাংকগুলো ২০ শে সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে বন্ধ থাকবে।

২২ শে সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষে বন্ধ থাকছে কেরালার ব্যাংকগুলো। ২৩শে সেপ্টেম্বর মহারাজা হরি সিং জির জন্মদিন উপলক্ষ্যে বন্ধ থাকবে জম্মু এবং কাশ্মীরের সমস্ত ব্যাংকগুলো। ২৫শে সেপ্টেম্বর শ্রীমন্ত শংকরদেবের জন্মোৎসব উপলক্ষে বন্ধ থাকবে আসামের সমস্ত ব্যাংকগুলো।

মিলাদ – ই – শেরিফ উপলক্ষে ২৭ শে সেপ্টেম্বর বন্ধ থাকবে জম্মু এবং কেরালার ব্যাংকগুলো। ঈদ – ই – মিলাদ উপলক্ষে ২৮ শে সেপ্টেম্বর নাগাদ বন্ধ থাকছে গুজরাট,মিজোরাম,মহারাষ্ট্র,কর্ণাটক ইত্যাদি বিভিন্ন রাজ্যের ব্যাংকগুলো। ২৯ সেপ্টেম্বর ইদ – ই – মিলাদ – উল – নবীর পর ইন্দ্রযাত্রা উপলক্ষে বন্ধ থাকবে সিকিম ,জম্মু এবং শ্রীনগরের ব্যাংকগুলো।

You may also like