মহানগর ডেস্ক: টানা দেড় বছর ধরে নিখোঁজ স্বামী (Husband Missing and wife Arrested)। তার খোঁজে হন্যে পুলিশ তাকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে একটি গ্রামে তার খোঁজ পায় তারা। খোঁজ পাওয়ার পর নৌশাদ নামে ওই ব্যক্তি জানায়, সে স্ত্রীর ভয়েতেই দেড় বছর ধরে লুকিয়েছিল। ঘটনাটি ঘটেছে কেরলে (Kerala)। বিয়ে করে পাথানামথিট্টা জেলায় সে স্ত্রীর সঙ্গে থাকতো। দেড় বছর আগে, ২০২১ সালের নভেম্বর মাসে নৌশাদ ভাড়া বাড়ি থেকে চলে যায়। তার আর খোঁজ পাওয়া যায়নি। শেষপর্যন্ত ইদুক্কি জেলা. থোডুপুঝার কাছে তার হদিশ পাওয়া যায়। নিখোঁজের ঘটনায় তদন্ত ভুলপথে চালিত করার অভিযোগে নৌশাদের পঁচিশ বছরের স্ত্রী আফসানাকে গ্রেফতারের পরেই তাকে খুঁজে বের করে পুলিশ।
আফসানা তাদের জানিয়েছিল নৌশাদ মারা গিয়েছে। তাকে কবরও দেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নৌশাদ থোমানকুট্টুতে একটি ফার্মে দিনমজুরের কাজ করছে। সংবাদমাধ্যমকে সে জানিয়েছে স্ত্রী আফসানার আতঙ্কেই সে ঘর ছেড়ে পালিয়ে থোমানকুট্টুতে বাস করছিল। সে জানায় তার স্ত্রী লোকজনদের ডেকে এনে তাকে হেনস্থা করতো। এদিকে আফসানার কথা অনুযায়ী পুলিশ নৌশাদের কবর দেওয়া দেহের খোঁজে তল্লাশি চালালেও কোনও কিছুর হদিশ পায়নি। নৌশাদের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ দিন দুয়েক আগে আফসানাকে থানায় ডেকে আনে। আফসানা জানায় কিছুদিন আগে সে নৌশাদকে দেখেছে। তারপর পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।