Home National কমতে চলেছে মধ্যবিত্তের চাপ, এক ধাক্কায় অনেকটা দাম কমছে রান্নার গ্যাসের

কমতে চলেছে মধ্যবিত্তের চাপ, এক ধাক্কায় অনেকটা দাম কমছে রান্নার গ্যাসের

by Shreya Maji
1 views

নয়াদিল্লি: আজ মঙ্গলবার ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দাম কমছে রান্নার গ্যাসের। এমনটাই ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি  ২০০ টাকা কমিয়েছে কেন্দ্র। সেই সঙ্গেই  উজ্জ্বলা প্রকল্পের অধীনে অতিরিক্ত ভর্তুকি অনুমোদন করেছে মন্ত্রিসভা। অতিরিক্ত ভর্তুকি হল ২০০ টাকা। এখন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) প্রাপ্ত সুবিধাভোগীদের জন্য প্রতি সিলিন্ডারে  ৪০০টাকা ভর্তুকি দেওয়া হবে।  কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সুখবরের কথা জানিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী সমস্ত ব্যবহারকারীদের জন্য গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম  ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে, দেশের মহিলাদের জন্য, রক্ষা বন্ধন এবং ওনাম উপলক্ষে উপহার।” তিনি আরও বলেছেন, “২০১৪ সালে, যখন আমরা প্রথম ক্ষমতায় আসি, তখন মাত্র  ১৪.৫ কোটি নাগরিকের ঘরোয়া এলপিজি সংযোগ ছিল। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি, যার মধ্যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৯.৬ কোটি বিতরণ করা হয়েছে।”

মন্ত্রিসভায় ভাষণ দেওয়ার  সময় কেন্দ্রীয় মন্ত্রী  আরও জানান যে রক্ষা বন্ধন এবং ওনাম উপলক্ষে মোদী সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়ে রাখা ভাল, বর্তমানে, ১৪.২-কেজি LPG সিলিন্ডারের দাম নয়াদিল্লিতে ১,১০৩ টাকা। বুধবার থেকে এর দাম পড়বে ৯০৩ টাকা। একইভাবে, সিলিন্ডার প্রতি  ২০০ টাকা   ভর্তুকি দেওয়ার পর উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য দাম হবে ৭০৩টাকা। বর্তমানে মুম্বাইতে দাম ১,০৫২.৫০ টাকা, চেন্নাইতে ১,০৬৮.৫০ টাকা এবং কলকাতায় ১,০৭৯ টাকা৷ গত মার্চ মাসে দাম ৫০  টাকা বাড়ানো হয়েছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved