Home National একের পর এক জঙ্গি হামলার মধ্যেই নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে সেনাপ্রধান

একের পর এক জঙ্গি হামলার মধ্যেই নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে সেনাপ্রধান

by Shreya Maji
20 views

মহানগর ডেস্ক:   জম্মু-কাশ্মীরে পর জঙ্গি হামালায় শহিদ হয়েছে সুরক্ষাকর্তারা। এলাকাজুড়ে ছড়িয়েছে নতুন করে আতঙ্ক। পর এই এই হামলার পরেই উপত্যকার নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়েছে প্রসাসন। এই আবহেই সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে আজ সোমবার জম্মু অঞ্চলের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে পৌঁছেছেন। পুঞ্চের সীমান্ত জেলায় সেনাবাহিনীর গাড়িতে সাম্প্রতিক অতর্কিত হামলার পিছনে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য একটি বিশাল চলমান অভিযানের মধ্যে সেনাপ্রধানের এই সফর।

সেনাবাহিনীর প্রধান জম্মুতে পৌঁছেছেন এবং পরে, রাজৌরি-পুঞ্চ সেক্টরের দিকে রওনা হয়েছেন বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন বলেই, একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন।  জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ, নর্দান কমান্ড লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন এবং সিনিয়র বেসামরিক প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা রাজৌরি এবং পুঞ্চের যমজ জেলায় তদারকি করার জন্য ক্যাম্প করছেন।

উল্লেখ্য,  বৃহস্পতিবার পুঞ্চের সুরনকোট এলাকার ধেরা কি গালি এবং বাফলিয়াজের মধ্যে ধাতিয়ার মোড়ে সন্ত্রাসীদের দ্বারা তাদের গাড়ির উপর হামলা চালানোর পরে  ৪ সেনা  শহিদ হয়। তার ঠিক পরেই রবিবার নামাজ পড়ার সময় জঙ্গিদের আক্রমণে শহিদ হয়েছে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। আধিকারিকরা জানিয়েছেন যে অতর্কিত হামলার ঘটনাস্থলের কাছাকাছি একটি বিশাল অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে, যা নিকটবর্তী রাজৌরি জেলার সুরনকোট এবং থানামান্ডি বন উভয়ই জুড়ে রয়েছে।পুঞ্চ এবং রাজৌরিতে টানা তৃতীয় দিনে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved