Home Entertainment রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বলিউড তারকা, তালিকায় কারা রয়েছেন আর কারা বাদ গেলেন

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বলিউড তারকা, তালিকায় কারা রয়েছেন আর কারা বাদ গেলেন

by Shreya Maji
69 views

মহানগর ডেস্ক: রাম মন্দিরের উদ্বোধনের প্রতিক্ষায় রয়েছে গোটা দেশ। রাম জন্মভূমিতে বহুল প্রত্যাশিত ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান  ২০২৪ সালের ২২ জানুয়ারিতে হতে চলেছে।  এই জমকালো অনুষ্ঠানে বেশ কিছু উচ্চ-প্রোফাইল ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন৷ রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ বহু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় রয়েছে বলিউডের এক ঝাঁক তারকা। কাদের কাদের আমন্ত্রণ জানানো হয়েছে দেখে নিন এক নজরে।

সূত্রে জানা গিয়েছে, বলি তারকাদের তালিকায় সানি দেওল, অজয় দেবগন, রণবীর কাপুর, আলিয়া ভাট, প্রভাস, আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফ এবং যশের মতো বেশ কয়েকটি হাই-প্রোফাইলের নাম রয়েছে। এর আগে জানা গিয়েছে জে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার এবং খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনসালি, রোহিত শেঠি এবং প্রযোজক মহাবীর জৈন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি, কিংবদন্তি রজনীকান্ত, চিরঞ্জীবী, মোহনলাল, ধানুশ এবং ঋষভ শেট্টি সহ দক্ষিণ শিল্পের সেলিব্রিটিদের উত্তর প্রদেশের অযোধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া শ্রী রাম মন্দির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বলিউডের তিন খানকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা জানা যায়নি।

উল্লেখ্য, এই বছরের শেষ নাগাদ পবিত্র মন্দিরের স্থল স্তরের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং ২২ জানুয়ারী ২০২৪-এ উদ্বোধনের জন্য নির্ধারিত রয়েছে। মন্দির চত্বরে রাম লল্লার মূর্তি স্থাপনের জন্য জমকালো অনুষ্ঠান হবে। উপস্থিত  থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জমকালো উদ্বোধনের আগে বেশ কয়েকটি আচার অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানগুলি  ১৬জানুয়ারী শুরু হবে।  ৪০০০ সাধু-সন্তসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়  ৭০০০ অতিথিও শুভ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পেয়েছেন। ইভেন্টের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, অযোধ্যা রাম মন্দির কমিটিও বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে।  আরও জানা গেছে যে মন্দির চত্বরে প্রবেশকারী ভক্তদের 320 ফুট দূর থেকে ভগবান রাম লল্লাকে দেখতে দেওয়া হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved