Home Bengal রাম মন্দিরের থিমে ক্রিসমাস কেক বানিয়ে চর্চায় বাংলার মেয়ে , ভাইরাল ছবি

রাম মন্দিরের থিমে ক্রিসমাস কেক বানিয়ে চর্চায় বাংলার মেয়ে , ভাইরাল ছবি

by Shreya Maji
45 views

মহানগর ডেস্ক:  আজ বড়দিন। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান উৎসব হলেও,বড়দিনের আনন্দ ছড়িয়েছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে।  ঘরে ঘরে কেক নিয়েই চলছে হইহই।   পুরো শহর ফেস্টিভ মুডে।  এই বিশেষ দিনেই বাংলার  মেয়ে ক্রিসমাস কেক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। নতুন বছরে ২২ জানুয়ারি হতে চলেছে রামমন্দিরে উদ্বোধন। তার আগেই বড়দিনে রামমন্দিরের আদলে সুন্দর কেক বানিয়েছেন বাংলার মেয়ে।  যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক মেয়ে যিনি পেশাগতভাবে  কেক তৈরি করেন তিনি  রাম মন্দিরের থিমযুক্ত ক্রিসমাস কেক তৈরি করেছেন।  সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেক শিল্পী প্রিয়াঙ্কা বলেছেন  “২২ জানুয়ারী রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে… আমি সবসময় এই সম্পর্কিত কিছু করতে চেয়েছিলাম, তাই যেহেতু আমি একজন কেক শিল্পী, তাই আমি এটি তৈরি করার কথা ভেবেছিলাম। একটি রাম মন্দির-থিমযুক্ত কেক।” এই কেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর অনেকে এর প্রশংসা  করেছেন। কেকটি সকলের নজরও কেড়েছে।

 উল্লেখ্য, জানুয়ারী রাম মন্দিরের উদ্বোধন এবং অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছে এবং তাদের চূড়ান্ত পর্যায়ে  রয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । দেশের একাধিক গুরুত্বপূর্ণ মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ থেকে তারকা বহু  বিশিষ্ট ব্যক্তিরা রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত   থাকবেন।

You may also like