Home National চতুর্থ শ্রেণীর ছাত্রকে কম্পাস দিয়ে ১০৮ বার আঘাত সহপাঠীদের

চতুর্থ শ্রেণীর ছাত্রকে কম্পাস দিয়ে ১০৮ বার আঘাত সহপাঠীদের

by Mahanagar Desk
15 views

মহানগর ডেস্ক: ফের অমানবিক ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের ইন্দোর। একটি বেসরকারী স্কুলে টিফিনের সময় এক চতুর্থ শ্রেণির ছাত্রকে সহপাঠীদের তিনজন ১০ ৮ বার জ্যামিতি কম্পাস দিয়ে আক্রমণ করেছে বলে অভিযোগ। ঘটনাটি সোমবার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শিশু কল্যাণ কমিটি (CWC) পুলিশের কাছ থেকে তদন্তের আবেদন চেয়েছেন। অন্যদিকে CWC চেয়ারপার্সন পল্লবী পোরওয়াল বলেছেন যে, গত ২৪ নভেম্বর এয়ারড্রোম থানার সীমানার অধীনে একটি বেসরকারী স্কুলে লড়াইয়ের সময় সহপাঠীরা জ্যামিতি কম্পাস দিয়ে ১০৮ বার এক চতুর্থ শ্রেণির ছাত্রকে আক্রমণ করেছে। তিনি বলেন, “মামলা চমকপ্রদ। এত অল্প বয়সের শিশুদের সহিংস আচরণের কারণ খুঁজে বের করতে আমরা পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছি।”

CWC এই ঘটনার সঙ্গে শিশুদের এবং তাদের পরিবারকে ডেকেছেন। ভুক্ত ভোগীর বাবা অভিযোগ করেছেন যে, ২৪ নভেম্বর দুপুর ২টার দিকে স্কুলে হামলার ঘটনায় ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, “আমার ছেলে বাড়ি ফিরে অগ্নিপরীক্ষার বর্ণনা দিয়েছে। আমি এখনও জানি না কেন তার সহপাঠীরা এত হিংস্র আচরণ করেছিল। স্কুল ম্যানেজমেন্ট আমাকে ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ সরবরাহ করছে না।” ঘটনার বিষয়ে এয়ারড্রোম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার বিবেক সিং চৌহান বলেছেন, অভিযোগ দায়েরের পর ভিকটিমটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সকল শিশুর বয়স ১০ বছরের কম, এবং আইনী বিধান অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved