Home National সায়াহ্নে রাজধানীতে বাইডেন! দিল্লিতে যেন অঘোষিত লকডাউন

সায়াহ্নে রাজধানীতে বাইডেন! দিল্লিতে যেন অঘোষিত লকডাউন

by Shreya Maji
5 views

মহানগর ডেস্ক : জি২০ শীর্ষ সম্মেলনের কাউন্টডাউন শুরু হয়ে গেলো। আজই দেশে  আসতে চলেছেন জো বাইডেন থেকে ঋষি সুনকরা। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধ্যা ৬টা বেজে ৫৫ মিনিটে নয়া দিল্লিতে এসে পৌঁছবেন মার্কিন রাষ্ট্রপতি। রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জার্মানি এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা এদেশে এসে উপস্থিত হবেন আগামী ৯ সেপ্টেম্বর। শনিবার সকাল ৮টায় রাজধানীতে এসে পৌঁছাবেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আজ দুপুর ১.৪০ নাগাদ আসছেন। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজধানীতে এসে পৌঁছাবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট এইচএইচ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ আজই এসে পৌঁছাবেন। শুক্রবারেই অধিকাংশ রাষ্ট্রনেতা দিল্লিতে পৌঁছে যাবেন বলে জানা যাচ্ছে।

ভোর পাঁচটা থেকেই নিউ দিল্লি তে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে, জোর কদমে। দিল্লিকে বেশ কয়েকটি আলাদা জোনে ভাগ করে নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। নয়া দিল্লি এলাকাকে “কন্ট্রোলড জোন ওয়ান” হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, রাইসিনা রোড এবং প্রগতি ময়দানের ভারত মন্ডপমমুখী মোট ১৬টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সম্পূর্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী লরি, অটো, ট্যাক্সি-সহ যাত্রী পরিবহনে। অনলাইন ডেলিভারি বন্ধ থাকলেও মেডিকেল এমার্জেন্সি এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে। মেট্রো পরিষেবা চালু থাকলেও, সুপ্রিম কোর্ট স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved