Home National রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান এড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই

রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান এড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই

by Shreya Maji
25 views

মহানগর ডেস্ক:  রামমন্দিরের  উদ্বোধন ঘিরে গোটা দেশে সাজো সাজো রব। অযোধ্যা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।  আমন্ত্রণ জানানো হয়েছে দেশের একাধিক বিশেষ ব্যক্তিত্বকে। সেই তালিকায় রয়েছে বিরোধী দলের নেতারাও। কিন্তু কে আসবেন কে আসবেন না এই চর্চার মধ্যেই সূত্রের খবর মিলেছেন আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর দলের নেতারা যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

 সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে কোনও প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা কম। যদিও তৃণমূল আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্ত ঘোষণা করেনি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ  সূত্রগুলি নিশ্চিত করেছে যে দলটি ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক বর্ণনায় আকৃষ্ট হওয়ার বিষয়ে সতর্ক। তারা বিশ্বাস করে যে বিজেপি  ২০২৪ সালের লোকসভা প্রচারের জন্য ট্রাম কার্ড  হিসাবে রাম মন্দির উদ্বোধনের সুবিধা নিতে চাইছে । সেই ঘটনার মধ্যে তৃণমূল নিজেদের জড়াতে রাজি নয়। তবে কেবল শুধু মমতা নয় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও যাবেন না বলেই খবর মিলেছে।

রাম মন্দির ট্রাস্ট অনুষ্ঠানের জন্য সমস্ত মুখ্যমন্ত্রী এবং নেতৃস্থানীয় বিরোধী ব্যক্তিদের আমন্ত্রণ  জানানোর পটভূমিতে এই  খবর সামনে এসেছে।  এর আগে, CPI(M) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি না যোগদানের কারণ উল্লেখ করে বলেছেন, “রাজনৈতিক লাভের জন্য ধর্মকে একটি হাতিয়ারে রূপান্তরিত না করা একটি ব্যক্তিগত পছন্দ”। X (আগের টুইটার) একটি পোস্টে, ইয়েচুরির দল একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রূপান্তরিত করার জন্য বিজেপি এবং আরএসএসের নিন্দাও করেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved