Home National আদিত্য L1 মিশনের সফল উৎক্ষেপণে এবার ইসরোকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

আদিত্য L1 মিশনের সফল উৎক্ষেপণে এবার ইসরোকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: সূর্যের পথে সফল উৎক্ষেপণ ভারতের। চাঁদের পর ভারতের এটিই প্রথম সৌরমিশন। ২ সেপ্টেম্বর অর্থাৎ আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে ১১ঃ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হল ‘আদিত্য L1’। পি এস এলভি এক্স এল রকেট নিয়ে আদিত্য উড়ে গিয়েছে। ৬টি বুস্টার এর সঙ্গে লাগানো হয়েছে।১২৫ দিন সময় লাগবে পৃথিবীর মধ্যে থাকা L1 পয়েন্টে পৌঁছতে। এই পয়েন্ট পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত। ‘আদিত্য L1’ কে স্থাপন করা হবে করোনাল কক্ষপথে। ‘Lagrange point 1’ এর চারপাশে যাবে। সেখান থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে। ইসরো প্রথম এইধরনের মহাকাশ মিশন করছে যা সূর্যকে পর্যবেক্ষণ করবে। সূর্যের ওপরের অংশ পর্যালোচনা করবে ‘আদিত্য L1’। এই মিশনের সাফল্যের প্রশংসায় ইসরোকে ট্যুইট করে ফের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘মহাকাশ গবেষণায় আরও একবার রেকর্ড গড়ল ভারত। ইসরোর সমস্ত বিজ্ঞানীদের আমি অভিনন্দন জানাই, ‘আদিত্য L1’ এর সফল উৎক্ষেপণ মহাকাশকে আরও বিস্তারিতভাবে জানার ও মানব সভ্যতার উন্নতিতে এই বৈজ্ঞানিক পরীক্ষা জারি থাকবে এটাই আমার বিশ্বাস’।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved