Home Bengal অভিষেকের আইনজীবী আদালতে কি কি প্রশ্ন করেছিল 

অভিষেকের আইনজীবী আদালতে কি কি প্রশ্ন করেছিল 

by Mahanagar Desk
3 views

হাই কোর্টের বিচারপতি শনিবার নাগাদ ১৬ টি ডাউনলোড করা ফাইল দেখতে চাইলেন যা ইডির তদন্তকারী অফিসার ডাউনলোড করেছিলেন।এই ১৬ টি ফাইল লিপস অ্যান্ড বউন্ডসের অফিসে ডাউনলোড করা হয়েছিল বলে সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে। সূত্র থেকে জানা গিয়েছে যে এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডি তলব করলে তিনি আদালতে উপস্থিত থাকতে পারেননি।

গতকাল আদালতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন যে মামলার শুনানি শেষ হয়ে গেলেও এখনো তা বিচারধীন।সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে অভিষেকের নতুন আবেদনের শুনানির অধিকার আদালতের আছে বলে দাবি করেন তার আইনজীবী।আইনজীবীর উত্তরের প্রসঙ্গে তির্থাঙ্কর বলেন যে খারিজের আবেদন নিয়ে যখন আদালতে এসেছেন তখন নতুন করে আবেদনের মানে কি?

ইডির আইনজীবী ১৬ টি ফাইল দেখতে চায় এবং বলেন যে ওই ১৬টি ফেলে এমন কি জিনিস রয়েছে?শনিবার রাজ্যের আইনজীবীকে ডেকে পুলিশের সামনে ফাইল দেখা হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।আজ দুপুর ৩টে নাগাদ মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

ইডি সূত্র থেকে জানা গিয়েছে ফাইল ডাউনলোড করা নিয়ে ইডির দিল্লী অফিসের শীর্ষ কর্তারা চরম ক্ষুব্ধ হয়ে গিয়েছেন।ইডির অফিসারের পদঙ্গে বলা হয়েছে কেন তিনি তল্লাশী প্রসঙ্গে ব্যাক্তিগত কাজ করছেন?সূত্রের খবর এই প্রশ্নের উত্তরে ইডির অফিসার নির্মল কুমার মুসা এই প্রশ্নের উত্তর দিল্লীর অফিসে দেবেন বলে দাবি করে।

You may also like