Home National সাংসদ পদ থাকবে কি মহুয়ার, নতুন বছরে এই দিনে হবে শীর্ষ আদালতে শুনানি

সাংসদ পদ থাকবে কি মহুয়ার, নতুন বছরে এই দিনে হবে শীর্ষ আদালতে শুনানি

by Shreya Maji
17 views

মহানগর ডেস্ক: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে । শুধু তাই নয় মহুয়ার সাংসদ পদও খারিজ করা হয়েছে। এই বহিষ্কাররে বিরুদ্ধে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন মহুয়া। আজ শুক্রবার সেই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে গেল। নতুন বছরে হবে শুনানি।

সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের সংসদ থেকে বহিষ্কারের চ্যালেঞ্জের শুনানি  ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে। আদালত বলেছে যে তাদের ফাইলটি অধ্যয়নের জন্য সময় প্রয়োজন। মহুয়া সংসদীয় নীতিশাস্ত্র কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে “প্রতিটি নিয়ম ভঙ্গ করার” জন্য তাকে বহিষ্কারের বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যে বলেও দাবি করেছেন মহুয়া।  এথিক্স কমিটির অভিযোগকারী আইনজীবী জয় অনন্ত দেহরায় এবং বিজেপি নেতা নিশিকান্ত দুবে সহ এই বিষয়ে জড়িত সমস্ত লোককে কয়েক সপ্তাহ ধরে জেরা করার পর  ৮ ডিসেম্বর সংসদে রিপোর্ট জমা দেওয়া হয়।

মহুয়া এই বিষয়ে সংবাদ মাধ্যমের সমানে বলেছেন, “কমিটি প্রতিটি নিয়ম ভঙ্গ করেছে… আগামীকাল, সিবিআইকে আমাকে হয়রানি করার জন্য আমার বাড়িতে পাঠানো হবে।” যাই হোক নতুন বছরেই ঠিক হবে মহয়া মৈত্র সাংসদ থাকবেন কিনা।

You may also like