Home Kolkata সিজিও কমপ্লেক্সে হাজির নুসরত! সঙ্গে নিয়ে এলেন নথিপত্র

সিজিও কমপ্লেক্সে হাজির নুসরত! সঙ্গে নিয়ে এলেন নথিপত্র

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: মঙ্গলবার সময়ের আগে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাই আজ সকাল সকাল হাজিরা দিতে এসেছেন তিনি। সিজিও কমপ্লেক্সে নুসরত আসবেন কিনা সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ১১টার আগেই উপস্থিত হন অভিনেত্রী সাংসদ।

সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক সংস্থার ডিরেক্টর হিসাবে নুসরত জাহান সহ মোট ৮ জনের নামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠে এসেছে। ফ্ল্যাট দেওয়া নিয়ে ওই সংস্থা প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন প্রতারিত ব্যক্তিরা। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। মোট ৫০০ জনকে ফ্ল্যাট দেওয়া হবে বলে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও তারপর আর ফ্ল্যাট দেওয়া হয়নি। প্রথমে গড়িয়াহাট থানা এবং তারপর ইডি দফতরে অভিযোগ জানিয়েছিলেন প্রতারিতরা।

আরও পড়ুন: Massive Flood In Libya: ভয়াবহ বন্যার কবলে পূর্ব লিবিয়া, মৃত দু হাজারেরও বেশি, নিখোঁজ বহু

বসিরহাটের সাংসদ টলিউডের জনপ্রিয় মুখ নুসরত জাহান।এখন তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠে আসছে। তাতে নানা ধরনের তথ্য সামনে আসতে শুরু করেছে। এই প্রতারণার জল গড়িয়েছে ইডি দফতর পর্যন্ত। সেই জন্যই নুসরত জাহানকে তরফ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আবার, সোমবার আলিপুর জজ কোর্টে ফ্ল্যাট প্রতারণার মামলাতেই নুসরত জাহানের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। তাঁর আইনজীবী জানান, সামাজিক দায়বদ্ধতা এবং পারিবারিক কারণে তিনি আসতে পারছেন না। এই কথা শুনে বিচারক নুসরাত জাহানকে স্বশরীরে হাজরা দেওয়ার নির্দেশ দেন। আগামী ৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। একদিকে ইডি অন্যদিকে আলিপুর জজ কোর্ট, কার্যত সাঁড়াশি চাপে পড়ে গেছেন নুসরত।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved