Home Kolkata যাদবপুর কাণ্ডে নয়া মোড়, বয়ানে অসঙ্গতি মেলায় পুলিশের জালে আরও ৬

যাদবপুর কাণ্ডে নয়া মোড়, বয়ানে অসঙ্গতি মেলায় পুলিশের জালে আরও ৬

by Mahanagar Desk
2 views

কলকাতা: যাদবপুর কাণ্ডে (jadavpur student death case) উত্তল রাজ্য! ছাত্র-মৃত্যুর ঘটনায় এখনও অব্যাহত ধরপাকড়। সৌরভ-দীপশেখর-মনোতোষের পর এবার পুলিশের জালে আরও ছ’জন। পুলিশ সূত্রের খবর, ধৃতদের মধ্যে তিনজন প্রাক্তন পড়ুয়াও রয়েছেন। রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ছাত্রের মৃত্যুর ঘটনায় এদের সরাসরি যোগ রয়েছে। এই নিয়ে যাদবপুরকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। ওই ঘটনার পরেই হোস্টেল ছেড়েছিলেন এই ৬ জন পড়ুয়া। অবশেষে গতকাল রাতে তাদের বাড়ি গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ আরিফ (১৮), সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। মহম্মদ আশিফ আফজল আনসারি (২২), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুায়া। অঙ্কন সরকার (২০), সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। এছাড়াও গ্রেফতার হয়েছেন অসিত সর্দার নামে একজন প্রাক্তন পড়ুয়া। শুধু তাই নয় এর পাশাপাশি ছাত্র-মৃত্যু (jadavpur student death case) তদন্ত নেমে, পুলিশ জানতে পারে যে, মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন। কিন্তু পাস আউট হওয়ার পরেও ছাত্ররা কীভাবে হস্টেলে থাকছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

অন্যদিকে, গতকাল রাতে জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশ পড়ুয়াদের বয়ান রেকর্ড করে। জানা গিয়েছে, ধৃত আরিফ সহ বাকিদের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। তবে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ফলে যাদবপুর হত্যাকাণ্ডে (jadavpur student death case) গ্রেফতারি সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, এর আগে যাদবপুরের ঘটনায় সর্ব প্রথম গ্রেফতার করা হয়েছিলেন সৌরভ চৌধুরীকে। তারপরে গ্রেফতার করা হয় দীপশেখর দত্ত (১৯), মনোতোষ ঘোষ (২০) নামের দুই পড়ুয়াকে। এই কয়েকজন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির নজরে রয়েছেন গৌরব দাস ও অরিত্র মজুমদার নামের দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া।

You may also like