Home Sports News রোনাল্ডোর পর সৌদি লিগে এবার নেইমার

রোনাল্ডোর পর সৌদি লিগে এবার নেইমার

by Ritika Chakraborty
0 views

 

 

 

স্পোর্টস ডেস্ক: রোনাল্ডোর পর এবার ব্রাজিলিয়ান তারকা নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন নেইমার জুনিয়র। ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই দুই বছরের চুক্তি সেরে ফেলেছেন নেইমার। আল হিলাল কর্তৃপক্ষ সরকারি ভাবে নেইমারের যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন আল-নাসরে ক্লাবে, তারই প্রধান প্রতিপক্ষ নেইমারের আল-হিলাল। সৌদি প্রো-লিগের এই ক্লাবে নেইমার যোগ দেওয়ায় নিঃসন্দেহে এর জনপ্রিয়তা আরও বাড়বে। ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০০ কোটি টাকায় সম্পন্ন হল এই চুক্তি।

 

 

পিএসজি ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৯১০ কোটি টাকা পাবে। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি থাকলেও ক্লাবে আর থাকলেন না। চোট সারলেও ভাইরাল ফিভারে আক্রান্ত ছিলেন নেইমার। ফলে বেশ কয়েকদিন একা একাই অনুশীলন করছিলেন। দলবদলের বাজারে গুজব ছড়িয়ে পড়েছিল যে, পিএসজি ছাড়ার পর বার্সেলোনায় ফিরতে চান নেইমার।

তবে স্প্যানিশ জায়ান্ট বার্সা মেসিকে ফেরানোর ক্ষেত্রে আগ্রহী হলেও নেইমারের বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি। ফলে আল হিলালের বিরাট অঙ্কের আর্থিক প্রস্তাবে না বলতে পারেননি নেইমার। ব্রাজিলীয় তারকার ক্লাব ছাড়ার প্রসঙ্গে পিএসজি সভাপতি নাসের আল খলিফি বলেছেন, ‘‘ছ’বছর আগে যে দিন প্রথম নেইমার পিএসজিতে এসেছিলেন, সেই দিনটি কখনও ভুলব না। আমাদের ক্লাবে তাঁর আবদানের কথাও ভোলা সম্ভব নয়। নেইমার সব সময় আমাদের ক্লাবে কিংবদন্তি হিসাবে গণ্য হবেন।”

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved