Home Kolkata যাদবপুরে বিজেপির মঞ্চ ভেঙে দিল পুলিশ, থানার সামনে বিক্ষোভ যুব মোর্চার

যাদবপুরে বিজেপির মঞ্চ ভেঙে দিল পুলিশ, থানার সামনে বিক্ষোভ যুব মোর্চার

by Admin
1 views

 

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মুখেই ঝলমল করছে তৃণমূলের মঞ্চ। অথচ সেখানেই বিজেপির যুব মোর্চার মঞ্চ খুলে দিল পুলিশ। পুলিশের দাবি, সেখানে অনুমতি নেই। তাই বিজেপি যুব মোর্চার কর্মীরা রাস্তায় বসেই বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। পুলিশের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তুলেছেন তারা। পুলিশি বাধার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ চলে যাদবপুর থানার সমানে।

ছাত্রমৃত্যুর প্রতিবাদ জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার থেকেই বিজেপির বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে ১৯ অগাস্ট শনিবার পর্যন্ত। যাদবপুর থানাকে এই মর্মে চিঠি দিলে অনুমতিও দেয় পুলিশ। এদিকে শুক্রবার সকালে বিজেপি নেতারা বিক্ষোভ স্থলে গিয়ে পৌঁছালে পুলিশ জানায়, অনুমতি বাতিল করা হয়েছে। আধ ঘন্টার মধ্যে মঞ্চ খুলে ফেলতে নির্দেশ দেয় পুলিশ। এদিকে মঞ্চ খুলতে নারাজ বিজেপি নেতাকর্মীরা। তারা প্রতিবাদ করতে গেলে ডেকোরেটর কর্মীদের হুমকি দেয় পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে মঞ্চ খুলে না নিলে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হবে বলে হুমকি দিলে, চাপের মুখে পড়ে মঞ্চ খুলতে বাধ্য হন ডেকরেটরসের কর্মীরা।

এরপর মঞ্চের সামনে বসেই বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। তার পর তাঁরা যান যাদবপুর থানার সামনে। সেখানেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সাম্প্রতিক পাওয়া খবর অনুসারে, আবারো মঞ্চ মানতে শুরু করেছেন বিজেপির কর্মীরা। দলীয় পোস্টার পতাকা যা কিছু খুলে ফেলা হয়েছিল, সেগুলি আবারও একে একে সাজাতে শুরু করেছেন বিজেপির কর্মীরা। মঞ্চকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তারা।

কিছুক্ষণ আগে বিজেপির কর্মী সমর্থকদেরকেও এই মঞ্চ থেকে সরিয়ে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। তবে দমে না গিয়ে আবারো মঞ্চ বাঁধছেন বিজেপির কর্মীরা। BJYM-এর রাজ্য সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁ নিজেও হাত লাগান মঞ্চ বাঁধার কাজে। বিজেপির কর্মীরা চাইছেন, ভালো কাজে সবাই থাকবে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved