Home Offbeat ডিভোর্সের ৫ বছর পর আবারও প্রাক্তন স্বামীকেই বিয়ে রমণীর

ডিভোর্সের ৫ বছর পর আবারও প্রাক্তন স্বামীকেই বিয়ে রমণীর

by Mahanagar Desk
16 views

মহানগর ডেস্ক: দেখতে দেখতে আমরা বছরে অন্তিম সময়ে চলে এসেছি। শীতকাল, আবার তার মধ্যে বিয়ের মরসুম সব মিলিয়ে বছরের শেষটা একেবারে জমে উঠেছে প্রতিটি পরিবারের অন্দরমহল। আর তার পাশাপাশি তো চলছেই নিজেকে একটু Entertained করার জন্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সবসময়ে নজরদারি। বিয়ে মানেই দুই মনের মিলন, বিয়ে মানেই বর কনে একে অপরের বন্ধু। বর্তমানে বিয়ে নিয়ে ভাবধারা বদলেছে সবার। আধুনিক চিন্তাভাবনায়

বিশ্বাসী সবাই। আস্তে আস্তে কন‍্যাদান, কনকাঞ্জলির মতো প্রথাগুলিও মানুষ বদলে দিচ্ছে। কারন এখন মানুষের মাথায় এসেছে মেয়েরা কোনো দানের বস্তু নয়। তেমনি বিয়ের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। তবে ডিভোর্স হয়ে গেলে স্বামী-স্ত্রী আর নিজেদের মধ্যে সম্পর্ক রাখেন না সেটাই স্বাভাবিক। তবে এবার যা হল, তা সমাজের চোখে একটি দারুণ উদাহরণ ছাড়া কিছুই নয়।

গাজিয়াবাদের কৌশাম্বির এক দম্পতি যারা ২০১৮ সালে বিবাহবিচ্ছেদ করার পর আবারও পরস্পরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। স্বামী হার্টের অসুস্থতার জন্য চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে মিটমাট হয়। বিনয় জয়সওয়াল এবং পূজা চৌধুরী ২০১২ সালে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই তাদের মধ্যে বিবাদ শুরু হয়। বিষয়গুলি বাড়ার সঙ্গে সঙ্গে, তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা তিনটি আদালতে চলেছিল। গাজিয়াবাদের পারিবারিক আদালত, একটি উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট। দীর্ঘ পাঁচ বছর ধরে আইনি লড়াইয়ের পর, বিনয় এবং পূজা অবশেষে ২০১৮ সালে আলাদা হয়ে যান।

এই বছরের আগস্টে বিনয় হৃদরোগে আক্রান্ত হলে তাঁর একটি ওপেন সার্জারি হয়। যখন তাঁর অস্ত্রোপচারের খবর পূজার কাছে পৌঁছনো মাত্রই, তিনি প্রাক্তন স্বামীর সুস্থতা জানতে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং সরাসরি তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। দুজনে একসঙ্গে সময় কাটালে, তাদের মধ্যে প্রেম আবার জেগে ওঠে এবং তারা তাদের মতভেদকে দূরে সরিয়ে রেখে আবার বিয়ের সিদ্ধান্ত নেয়। বিবাহবিচ্ছেদের পাঁচ বছর পর, দম্পতি আবার বিয়ে করেন। ২৩ নভেম্বর, বিনয় এবং পূজা একে অপরের পরিবারের উপস্থিতিতে আবার বিয়ে করেন। গাজিয়াবাদের কবিনগরের আর্য সমাজ মন্দিরে বিয়ের অনুষ্ঠান হয়।বিনয় জয়সওয়াল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এ সহকারী ব্যবস্থাপক হিসাবে কাজ করেন এবং পূজা চৌধুরী, মূলত পাটনার বাসিন্দা, একজন শিক্ষক হিসাবে কাজ করেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved