HomePolitics অনুপম হাজরার সভামঞ্চে  ভাঙচুর, অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

 অনুপম হাজরার সভামঞ্চে  ভাঙচুর, অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

- Advertisement -

মহানগর ডেস্ক: ধুন্ধুমার কাণ্ড কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে। বীরভূমের খয়রাশোলে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। অনুপম পৌঁছনোর আগে অস্থায়ী মঞ্চে জোর ভাঙচুর। অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের একাংশ এই কাজ করেছে।

অনুপম হাজরার দুটি অনুষ্ঠান ছিল বুধবার বীরভূমে।একটি বীরভূমের রামপুরহাটের ১২ নম্বর ওয়ার্ডে।সেই অনুষ্ঠানে মন্তব্য রাখছিলেন কেন্দ্রীয় সম্পাদক। রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের তুলোধোনা করছিলেন তিনি। ঠিক সেই সময় খয়রাশোলে ধুন্ধুমার। সেখানে একটি ট্রাক্টরে অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়েছিল। ওই সভামঞ্চে ব্যাপক ভাঙচুর করা হয়।চেয়ারও ভেঙে ফেলা হয়। তবে অনুপম হাজরা গৃহযুদ্ধের ঘটনায় স্বাভাবিকভাবেই পড়েন অস্বস্তিতে।সাধারণ নেতা-কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভের ফলেই আন্দোলন বলেই জানান তিনি। প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেন অনুপম।পাশাপাশি কেন্দ্রীয় সম্পাদক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেন।

বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি গণেশ ঘোষের দাবি, বিজেপির শত্রু বিজেপিই। বর্তমান জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। স্থানীয় পঞ্চায়েত সদস্য মণ্টু ঘোষ স্বীকার করে নিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা। বিজেপির একাংশই যে এই কাজ করেছে, তা জানিয়েছেন তিনি।

Most Popular