Home Politics ৪ রাজ্যের ফলপ্রকাশের দিনেই INDIA জোটের আগামী বৈঠকের দিন জানাল কংগ্রেস

৪ রাজ্যের ফলপ্রকাশের দিনেই INDIA জোটের আগামী বৈঠকের দিন জানাল কংগ্রেস

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক: আজ রবিবার ছুটির দিন হলেও ভারতীয় রাজনীতিতে বড় দিন। আজ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। এর থেকেই স্পষ্ট হয়ে যাবে আগামী লোকসভা নির্বাচনে কি হতে চলেছে। এর মধ্যেই কংগ্রেস আগামী ৬ ডিসেম্বর বুধবার নয়াদিল্লিতে পরবর্তী INDIA জোটের  বৈঠকের ডেকেছে।

 কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস,  ডিএমকে এবং তৃণমূল কংগ্রেস সহ জোটের অংশীদারদের  সঙ্গে কথা বলেছেন । সেই সঙ্গেই  তাদের বৈঠকের বিষয়ে অবহিত করেছেন৷  জানিয়ে রাখা ভাল, INDIA হল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে  বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির একটি জোট।  যা  ২০২৪ সালের লোকসভা নির্বাচনে  বিজেপির নেতৃত্বে ক্ষমতাসীন এনডিএ-এর বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত হয়েছিল। চলতি বছরের  জুলাইয়ে বেঙ্গালুরুতে বিরোধী দলের বৈঠকের সময়  গঠন করা হয়েছে এই জোট।

শেষ বিরোধী বৈঠকটি(INDIA) শিবসেনা (ইউবিটি) সভাপতি উদ্ধব ঠাকরে দ্বারা আয়োজিত হয়েছিল এবং সেখানে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। দুই দিনের আলোচনায়, জোট আসন্ন সাধারণ নির্বাচনের জন্য প্রধান নির্বাচনী বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে, সমন্বয় কমিটি তৈরি করেছে এবং ২০২৪ সালের  লোকসভা নির্বাচনে ‘যতদূর সম্ভব’ একসাথে লড়াই করার জন্য একটি তিন-দফা প্রস্তাব পাস করেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved