Home World সত্তর বছরে যমজ সন্তানের জন্ম দিলেন বিশ্বের প্রবীণতমা মা!

সত্তর বছরে যমজ সন্তানের জন্ম দিলেন বিশ্বের প্রবীণতমা মা!

by Mahanagar Desk
18 views

 

মহানগর ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানের চমৎকারে অনেক অসম্ভব ঘটনা ঘটিয়ে এসেছেন চিকিৎসক-বিজ্ঞানীরা। এরকম খবর অনেকেরই নজরে এসেছে। এবার সেরকমই একটি ঘটনা সামনে এসেছে। আফ্রিকার উগান্ডার মহিলা সাফিনা নামুকোয়া হলেন বিশ্বের প্রবীণতমা মা। তাঁর বয়েস সত্তর। এ বয়সে সব মহিলা যখন বার্ধক্যে উপনীত হন,তখন তিনি ভিট্রো ফার্টিলাইজেন চিকিৎসার মাধ্যমে জন্ম দিলেন এক ছেলে ও এক মেয়ের।

সিজার করে তাঁর সন্তান প্রসব হয়। কাম্পালা হাসপাতালে আইভিএফ চিকিৎসার মাধ্যমে তিনি জন্ম দিলেন যমজ সন্তানের। বিবিসি জানিয়েছে তাঁর যমজ সন্তান হওয়ায় হাসপাতাল তাঁকে অভিনন্দন জানিয়ে বলে এই ঘটনা চিকিৎসায় সাফল্যের থেকে বেশি। এই ঘটনা শক্তি ও সাহসেরই একটি রূপ। উইমেনস হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড ফার্টিলিটি সেন্টারের ফার্টিলিটি বিশেষজ্ঞ ড. এডওয়ার্ড টামালে সালি বিবিসিকে জানিয়েছেন ওই মহিলা একটি ডোনার এগ এবং তাঁর পার্টনারের শুক্রাণু ইন ভিট্রো ফার্টিলাইজেশ প্রক্রিয়ার জন্য ব্যবহার করেছেন। যমজ সন্তান দুটির ৩১ সপ্তাহে জন্ম হয় এবং তাদের ইনকিউবেটরে রাখা হয়েছিল। দুজনেই এখন সুস্থ রয়েছে।

উইমেনস হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড ফার্টিলিটি সেন্টার ফেসবুকে পোস্ট করে জানিয়েছে তারা আফ্রিকার সত্তর বছরের প্রবীণতমা মায়ের সন্তান ধারণ নিয়ে অসাধারণ সাফল্যের অংশীদার হতে পেরেছে। পোস্টে তারা আরও জানিয়েছে এই ঐতিহাসিক ঘটনা শুধু তাদের আইভিএফের দু দশকের নেতৃত্বকে আলাদা এক উদাহরণ তৈরি করতে সাহায্য করেনি। সেইসঙ্গে এই ঘটনা তাদের সংস্থাকে প্রথম সারিতে তুলে ধরেছে। নেভম্বরের উনত্রিশ তারিখে স্থানীয় সময় ১২.০৪ মিনিটে যমজ সন্তানের জন্ম দেন বিশ্বের প্রবীণতম মহিলা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved