Home Politics অভিষেকের মুখে মোদীর প্রসংশা, ভোটের আগে কি অন্য ইঙ্গিত?

অভিষেকের মুখে মোদীর প্রসংশা, ভোটের আগে কি অন্য ইঙ্গিত?

by Mahanagar Desk
207 views

মহানগর ডেস্ক:  ৬০ বছর হলেই রাজনীতি থেকে অবসর নেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় রাজ্য সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়সে আসার আগেই রাজনীতির জাল থেকে সরে আসবেন তিনি.  একটি সংবাদ মাধ্য়মের  সামনে এমনই মন্তব্য করতে শোনা গেল অভিষককে। যদিও বাকিদের ক্ষেত্রে এই রিটায়ারমেন্ট তত্ত্বটি প্রয়োগ করেনি তিনি।

যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এই রিটায়ারমেন্ট তত্ত্ব খাটেনা এমনই জানিয়েছেন বাংলার যুবরাজ। তিনি এদিন বলেন, মমতার বয়স এখন প্রায় ৭০ ছুঁইছুঁই, তা সত্ত্বেও এখন তিনি আর পাঁচজন তরুনের মতোই পরিশ্রমী,সেই সূত্রে মমতার এখনই অবসর নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না বলেও সাফ দা্বি করেন অভিষেক।  একটি সংমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছে্ন, বয়সের সঙ্গে মানূষের কর্মদক্ষতা হ্রাস হতে শুরু করে। সেটা যেকোন পেশার ক্ষেত্রেই হওয়া স্বাভাবিক। তাই একটা নির্দিষ্ট বয়সের পরে কর্মক্ষেত্রে অবসর নেওয়া জরুরি বলেই মতপ্রকাশ করেছেন অভিষেক। যে বয়সের তত্ত্ব নিয়ে তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণের সংঘাত শুরু হয়েছিল, খোদ মমতার বিরোধীতার পরেও নিজের  সিদ্ধান্তে অনড় রয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি এদিন আরও বলেন, তিনি কেবল যে এই ‘রিটায়ারমেন্ট’ তত্ত্ব আওড়াচ্ছেন এমনটা নয়, বরং তিনি এই তত্ত্বের অপর বিশ্বাস করেই এগোচ্ছেন। যদিও, অন্যদের ক্ষেত্রে এই রিটায়ারমেন্ট তত্ত্ব ৬৫ বছরের ঊর্ধ্বসীমা নির্ধারণ করলেও তিনি নিজে ৬০ বছর বয়সেই অবসর নেওয়ার  সিদ্ধান্তে অনড়।

অন্যদিকে তাঁর এই মন্তব্যের ভুল বার্তা যেন কারোর কাছে না পৌছায় তাই তিনি নিজেই তাঁর মন্তব্যেটি সম্প্রসারণ করে বলেছেন যে তাঁর এই অবসর নেওয়ার তত্ত্ব মোটেই মমতার ক্ষেত্রে প্রজোয্য নয়। কারণ তিনি এখনও তরুণদের  মতোই কঠর পরিশ্রমী। তাই অভিষেকের মন্তব্য যে মোটেই মমতার অবসর নেওয়াকে চিহ্নিত করছে না তা তিনি বারবার বুঝিয়ে বলেছেন সংবাদমাধ্যমকে। সেই একই সূত্রে অভিষক’কে এদিন মোদীর প্রশংসা করতেও দেখা যায়। তিনি বলেন মোদীর সঙ্গে তাঁর রাজনৈতিক মতবিরোধ থাকলেও তাঁর ৭৩ বছরে ১২-১৩ ঘন্টার পরিশ্রমকে প্রসংশার যোগ্য বলে দাবি করেছেন তিনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved