Home Politics CBI অফিসে হাজিরা দেওয়ার কথা সুজিতের, যাবেন কি….

CBI অফিসে হাজিরা দেওয়ার কথা সুজিতের, যাবেন কি….

by Mahanagar Desk
0 views

কলকাতা: সুজিত বসুকে সিবিআই তলব নিয়ে শুরু জল্পনা। আজকেই হাজির দেওয়ার কথা রয়েছে তাঁর। গত ২৪ জুলাই পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের স্বার্থে দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করে সিবিআই। এই প্রথমবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কোনও মন্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩১ অগাস্ট তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য় ডাকা হয়েছে বলেই খবর।

এদিকে দমকল মন্ত্রী সুজিত বসু জানান যে, তিনি সিবিআই এর থেকে কোনো নোটিশ পাননি। তাঁর কথায়, ” এখনো পর্যন্ত হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কোনও নোটিস পাইনি”। বুধবার রাখি বন্ধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দমকলমন্ত্রী, সেখানেই একথা জানিয়েছেন তিনি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীকে ৩১ অগাস্ট তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। যদিও সিবিআই এর দাবি অস্বীকার করেছেন মন্ত্রী।

আরও পড়ুন: বেআইনি নির্মাণের প্রতিবাদ করতেই বিপত্তি, মা-মেয়েকে চরম হেনস্থা তৃণমূল কাউন্সিলরের

বিধাননগরের তৃণমূল বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ ৩১ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ওই সময়ের মধ্যেই অর্থাৎ ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত বর্তমান দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই সূত্রেই সিবিআই তলব বলে খবর।

সিবিআই এর নোটিশ পাওয়ার কথা অস্বীকার করার পর আদৌ কি আজ হাজিরা দেবেন দক্ষিণ দমদমের প্রাক্তন পুর প্রধান? উঠছে প্রশ্ন। সকাল ১১ টা থেকে আজ সুজিত বসুর অপেক্ষায় থাকবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেটা বলাই বাহুল্য। যদি তিনি না আসেন তার পরবর্তী পদক্ষেপ কি হবে? সেই নিয়েও রয়েছে কৌতূহল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved