Home Sports News IND vs SA: আগামী দিনে কে হতে চলেছে ভারতের অধিনায়ক, জানতে চোখ রাখুন দক্ষিণ আফ্রিকা সফরে

IND vs SA: আগামী দিনে কে হতে চলেছে ভারতের অধিনায়ক, জানতে চোখ রাখুন দক্ষিণ আফ্রিকা সফরে

by Ritika Chakraborty
18 views

স্পোর্টস ডেস্ক: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের (IND vs SA) জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। বৃহস্পতিবার বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা, হেড কোচ রাহুল দ্রাবিড় ও প্রধান নির্বাচক অজিত আগরকার দিল্লিতে বৈঠক করেন এবং স্কোয়াড চূড়ান্ত করেন। সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে বিসিসিআই ঘোষণা করেছে যে, দক্ষিণ আফ্রিকা সফরে টি -২০ -তে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ওডিআই সিরিজে অধিনায়কত্বের দেওয়া হয়েছে কেএল রাহুলকে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, রাহুল নতুন ওয়ানডে অধিনায়ক এবং পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য বিসিসিআইয়ের পরিকল্পনার অঙ্গ।

এদিকে টেস্ট সিরিজে কামব্যাক করবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে (IND vs SA) ভারতীয় দল তিনটি টি -২০, তিনটি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে, যা আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে। আগামী ৬ ডিসেম্বর রওনা দেবে টিম ইন্ডিয়া ।

বিসিসিআই একটি বিশেষ নোট জারি করে লিখেছে যে, রোহিত এবং বিরাট সফরের সাদা বলের ক্রিকেট থেকে বিরতির জন্য বোর্ডকে অনুরোধ করেছিলেন। বর্তমানে, মহম্মদ শামি চিকিৎসার মধ্যে আছেন এবং তার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। শুধু টেস্ট দলে জায়গা পেয়েছেন শামি। টেস্ট দল থেকে বাদ পড়েছেন ৩৫ বছর বয়সী অজিঙ্ক রাহানে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশেষ কিছু করতে পারেননি তিনি। দুই টেস্টের দুই ইনিংসে মাত্র ১১ রান করতে পারেন তিনি। যদিও এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৯ ও ৪৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই ফাইনালের মাধ্যমেই টেস্ট দলে ফিরেছেন রাহানে। এর আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও সুযোগ পাননি তিনি।

একই সঙ্গে টেস্ট দলে জায়গা পাননি চেতেশ্বর পূজারা। চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেখেলেছিলেন পূজারা। তাতে তিনি দুই ইনিংসে ১৪ ও ২৭ রান করেন। এরপর থেকে তিনি টেস্ট দলের বাইরে। টেস্ট দলে ফিরেছেন কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার ও জসপ্রিত বুমরাহ। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন শ্রেয়াস। সহ-অধিনায়ক হিসেবেও বেছে নেওয়া হয়েছে বুমরাহকে। একই সঙ্গে টেস্টে নতুন মুখ হবেন রুতুরাজ গায়কওয়াড়। সবচেয়ে বড় কথা হল স্পেশালিস্ট উইকেটকিপার ব্যাটারের ভূমিকায় থাকবেন কেএল রাহুল। টেস্ট দল থেকে বাদ পড়েছেন কেএস ভরত।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রসিদ্দব কৃষ্ণ।

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব সামলাবেন সূর্যকুমার যাদব। একই সঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। দলটিতে বেশিরভাগই একই খেলোয়াড় রয়েছে যারা বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি -২০ সিরিজ খেলছে।

ভারতের টি -২০ দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোওয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর,কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং দীপক চাহার।

ভারতের ওয়ানডে দল:
রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক/উইকেটকিপাদ), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ খান, আবেশ কুমার, অর্শদীপ সিং, দীপক চাহার।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved