Home Uncategorised বিশালাকার ভুড়ির ভেতর যমজ শিশুর ভ্রূণের অস্তিত্ব, বিরল ঘটনা “পুরুষ গর্ভবতী”কে নিয়ে!

বিশালাকার ভুড়ির ভেতর যমজ শিশুর ভ্রূণের অস্তিত্ব, বিরল ঘটনা “পুরুষ গর্ভবতী”কে নিয়ে!

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: পাকস্থলিতে দুই যমজ শিশুর ক্রমশ মিলিয়ে যাওয়া অস্তিত্ব! না, ইনি কোনও মহিলা নন। মহিলা হলে স্বাভাবিক বলেই মনে করা হতো। ইনি একজন ষাট বছরের বয়স্ক মানুষ। বিশালাকার ভুরি নিয়ে তিন তিন দশক ধরে বেঁচে আছেন নাগপুরের (Nagpur Resident) সঞ্জু  ভগৎ নামে ওই বাসিন্দা। চিকিৎসা শাস্ত্রের এতদিনের ধ্যানধারণাকে টলিয়ে দিয়েছে তাঁর এই বিরল ঘটনাটি (Rare Medical Condition)।

তাঁর বিশালাকার ভুরি পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকরা ওই বিরল ঘটনার কথা জানার পর রীতিমতো চমকে উঠেছেন। যে বিরল শারীরিক অবস্থাকে বলা হয় ফেটার ইন ফেটু (Fetus In Fetu)অর্থাৎ তাঁর পাকস্থলির ভেতর দুটি যমজ ভ্রূণ দলা পাকিয়ে রয়েছে। গর্ভবতী হওয়ার সময়ই ওই যমজ ভ্রূণের মৃত্যু হয়েছে।

তাঁর বিশালাকার ভুড়ি বরাবরই তাঁকে অন্য যে কারো থেকে আলাদা করে তুলেছে। তাঁকে অনেকেই “গর্ভবর্তী পুরুষ” বলে ডেকে থাকেন। পেল্লাই ভুরির জন্য তাঁর কাজকর্ম থেকে শুরু করে বেঁচে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া পদে পদে ঠাট্টা বিদ্রূপের শিকার হওয়া তো কোনও ব্যাপারই নয়। তাঁকে নিয়ে পরিবারেরও চিন্তার শেষ ছিল না।

 ১৯৯৩ সালে বিশাল ভুড়ির ঠেলায় তাঁর প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়। নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া সমস্যা হয়ে ওঠে। তাঁর এমন গুরুতর অবস্থা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁকে দেখে চিকিৎসক ভেবেছিলেন তাঁর পেটে বড় টিউমার হয়েছে। কিন্তু ভগতের পাকস্থলি কেটে চোখ চড়কগাছ হয়ে যায় চিকিৎসকের।

পাকস্থলির ভেতর দেখে প্রথমে মনে হয়েছিল টিউমারে ক্যানসার হয়েছে। কিন্তু তার বদলে পাকস্থলিকে একটি শিশুর অস্তিত্ব দেখতে পান। পাকস্থলির ভেতর হাত ঢুকিয়ে প্রচুর হাড় খুঁজে পান তিনি। প্রথমে একটি মানব অঙ্গ বের হয়ে আসে। তারপর আরও একটি অঙ্গ পাওয়া যায়। পাওয়া যায় যৌনাঙ্গের অংশ, চুল,চোয়াল…।

ব্যাপার দেখে আতঙ্কিত হয়ে ওঠেন চিকিৎসক। তাঁকে চমকে দিয়ে পাকস্থলির হাত ঢোকানোর পর কারো হাতের সঙ্গে তাঁর হাত লাগে। সবমিলিয়ে তাঁর রীতিমতো ছেড়ে মা কেঁদে বাঁচি অবস্থা। এই ফেটাস ইন ফেটু ব্যাপারটা কি। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জানাচ্ছে ফেটাস ইন ফেটু হল একটি অপরিণত ভ্রূণ যমজের শরীরে থাকে। এটি বিরলতম ঘটনা। এ ধরণের রিপোর্ট হওয়া একশোটি ঘটনায় এটি খুবই সামান্য।

You may also like