Home Bengal তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে পাল্টে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে পাল্টে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

নির্বাচনের দিনক্ষণ স্থির হওয়ার পর থেকেই দিকে দিকে অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে।

by Pallabi Sanyal
40 views

মহানগর ডেস্ক : বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বনাম উক্ত কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বাক-যুদ্ধ যেন দিন দিন বাড়ছে। প্রতিদিনই চলছে একে অপরকে আক্রমণ করা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা নিয়ে প্রশ্ন তুলে, তার চোট নিয়ে রসিকতা করে বিপাকে দিলীপ ঘোষ। তার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। দল তাকে বিতর্ক থেকে দূরে থাকতে বললেও বার বিতর্কে জড়িয়ে নতুন রেকর্ড তৈরি করেন মেদিনীপুরের সাংদ। এবার কীর্তি আজাদকে দিলেন পাল্টে দেওয়ার হুঁশিয়ারি।

নির্বাচনের দিনক্ষণ স্থির হওয়ার পর থেকেই দিকে দিকে অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তালিতের বাঘার এলাকায় বিজেপি কর্মীদের উপর তৃণমূল আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের কর্মীরা তালিতের বাঘার গ্রামে বৈঠক করতে গিয়েছিল। ওখানে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী আমাদের তিন কর্মীকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। আমরা পুলিশ, প্রশাসনকে বলেছি কিন্তু, যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় ভারতীয় জনতা পার্টি তার জন্য পুরো প্রস্তুত রয়েছে। দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে। জানা আছে কাকে কী ভাবে শায়েস্তা করতে হয়।’ পাল্টা কীর্তি আজাদ বলেন, ‘ওঁর (দিলীপ) কাছে জানতে চান, মেদিনীপুর থেকে ওঁকে কেন তাড়িয়ে দিল দল? ওখানে উনি সিটিং এমপি ছিলেন। আসলে ওখানে দাদাগিরি করতে গিয়ে আর পায়ের তলায় মাটি খুঁজে পাননি। তাই পালিয়ে এখানে এসেছেন।’দিলীপ ঘোষের দাদাগিরি নিয়ে প্রশ্ন তুলেছেন কীর্তি। পাল্টা দিয়েছেন দিলীপও। তিনি বলেন, ‘দাদাগিরি এখনও শুরু করিনি। ওরা ঠুকঠুক করছে। যেদিন একটা ঘা মারব না, কামারের ঘা দেখেনি, সিঁধে হয়ে যাবে।’

প্রসঙ্গত, জোর কদমে চলছে প্রচার। আর তার মাঝেই চলছে একে অপরে আক্রমণ। শেষ পর্যন্ত কোন দলের ঝুলিতে কটা আসন যায় সেটাই এখন দেখার।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved