Home Bengal উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ‘ভাইরাল’ প্রশ্নপত্রের ছবি , পরীক্ষা বাতিল অভিযুক্তের 

উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ‘ভাইরাল’ প্রশ্নপত্রের ছবি , পরীক্ষা বাতিল অভিযুক্তের 

by Mahanagar Desk
126 views

মহানগর ডেস্কঃ আজ থেকে শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ঘটে গেল বিপত্তি। এদিন পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হল। বাংলা পরীক্ষা ছিল এদিন, আর সেই প্রশ্ন পত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে আপলোড করার অভিযোগ ওঠে এক ছাত্রের বিরুদ্ধে। এর জেরেই পরীক্ষা বাতিল হয় ওই অভিযুক্ত পরীক্ষার্থীর।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায়। জানা গিয়েছে, ওই অভিযুক্ত পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে। এরপরে প্রশ্নপত্রের ছবি তোলার সময়েই তা নজরে আসে সংসদের। তারপরেই  তড়িঘড়ি সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কাছে জবাবও তলব করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ বা অন্যান্য কোন বিদ্যুতিক যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। সমস্ত ডিএসি মেম্বার, সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভিজিলেটর সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছিল। তারপরেও কীভাবে এমন ঘটনা তা খতিয়ে দেখবে সংসদ।

নির্দেশিকায় বলা হয়েছিল, কোনও পরিক্ষার্থী যদি মোবাইল ফোন নিয়ে ধরা পড়েন পরীক্ষাকেন্দ্রের ভেতর, ভেনু চত্বরে তবে তার গোটা পরীক্ষা বাতিল হবে এক বছরের জন্য। বাকি দিনগুলিতে পরীক্ষা দিতে পারবেন না তিনি। এ বছরের মাধ্যমিক পরীক্ষাতেও এইরকম একাধিক পরীক্ষা বাতিলের ঘটনার কথা শোনা যায়। উচ্চ মাধ্যমিকেও সেই একি ঘটনা ঘটতে দেখা গেল পরীক্ষাকেন্দ্রে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved