Home National ফের উত্তপ্ত মণিপুর, নতুন করে সংঘর্ষে মৃত ২, বন্ধ ইন্টরনেট পরিষেবা

ফের উত্তপ্ত মণিপুর, নতুন করে সংঘর্ষে মৃত ২, বন্ধ ইন্টরনেট পরিষেবা

by Mahanagar Desk
25 views

মহানগর ডেস্কঃ ফের উত্তপ্ত মণিপুরের কুকি-জো উপজাতি অধ্যুষিত চুরাচাঁদপুর জেলা। একজন হেড কনস্টেবলের সঙ্গে সেলফি তোলার অপরাধে তাঁকে সাময়িক বহিস্কার করার ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। কনস্টেবলের বহিস্কার করার প্রতিবাদে জড় হয় শয়ে শয়ে মানুষ। তারপরেই শুরু হয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ। এই সংঘর্ষের জেরে নিহত হয় ২, আহতের সংখ্যা কমপক্ষে ২৫।

ঘটনাটি ভাইরাল হওয়ার পরেই বন্ধ করা হয়েছে সেখানকার ইনটারনেট পরিষেবা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সূত্রের খবর, এদিন হেড কনস্টেবল, সিয়ামলালপল, একটি পাহাড়ের উপরে “সশস্ত্র দুর্বৃত্ত” এবং “গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের” একটি বাঙ্কারে সেলফি তুলেছিলেন। তার কারণেই তাঁকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই তাঁকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভকারীরা পুলিশ সুপারিনটেনডেন্টের অফিস ঘেরাও করে । আগুন ধরিয়ে দেয় জেলা পুলিশ প্রধানের কার্যালয়ের বাইরে থাকা একটি বাসে। ঘটনা নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী গুলি চালানো শুরু করলে সেই গুলিতে আহত হয় ২ জন বিক্ষোভকারী। চুরাচাঁদপুরের পুলিশ সুপার শিবানন্দ সুরভের সাসপেনশন আদেশে বলা হয়েছে, চুরাচাঁদপুর পুলিশ সিয়ামলাপল এর বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্তের সীদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ কতৃপক্ষ তাঁদের এক্স-এ পোস্ট করেছে যে, রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৬৫ কিলোমিটার দূরে চুরাচাঁদপুরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে্ তার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। পুলিশ সুত্রের অনুমান, আজ প্রায় ৩০০-৪০০ জন বিক্ষোভকারী জনতা দল আজ এসপি (সুপারিনটেনডেন্ট অফ পুলিশ) সিসিপি (চুরাচাঁদপুর) এর অফিস আক্রমন করার চেষ্টা করে।  কুকি-জো সিভিল সোসাইটি গ্রুপ ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম (আইটিএলএফ) বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে যে ‘চুরাচাঁদপুর পুলিশ প্রধান জেলার আজকের রাতের ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী’। জানিয়ে রাখা ভাল, জমি, সম্পদ, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং ইতিবাচক পদক্ষেপের নীতি নিয়ে মতবিরোধ নিয়ে কুকি-জো উপজাতি এবং মেইতিদের মধ্যে মণিপুরে জাতিগত সহিংসতা দ্বন্দ এখন দীর্ঘ নয় মাস ধরে চলছে। এই পরিস্থিতিতে মৃত্যু হয়েছে  ১৮০ জনের এবং ৫০,০০০ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved