Home Bengal “করুণারসাগর” রামের জন্মদিনে অস্ত্র মিছিল, বাজল ডিজে সঙ্গে উদ্দাম নৃত্য!

“করুণারসাগর” রামের জন্মদিনে অস্ত্র মিছিল, বাজল ডিজে সঙ্গে উদ্দাম নৃত্য!

by Mahanagar Desk
36 views

মহানগর ডেস্ক : রামনবমীতে হাওড়ার রামরাজাতলায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর নেতৃত্বে অস্ত্র মিছিল। এদিকে হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় রামনবমীর মিছিল করলেন। তবে তাঁর মিছিলে অস্ত্র নেই। বিজেপি নেতা দিলীপ ঘোষ ডিজে বাজিয়ে রামনবমীর মিছিল করলেন।
বিজেপি নেতা রথীন চক্রবর্তীর দাবি, “ধর্মীয় কারণে অস্ত্র মিছিল, সংঘাতের জন্য নয়। এটা ১০০০ বছরের হিন্দু সংস্কৃতি, যারা এর বিরোধীতা করবেন তারা হারিয়ে যাচ্ছেন।”

তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে মিছিল করেন এখানকার হনুমান মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত সেখানে জয় শ্রীরাম ধ্বনি উঠল। প্রসূন বলেন, “আমার ঠাকুরমা রামের পুজো করতেন। সবাই মিলে করুক না, ক্ষতি কি?”
দিলীপ ঘোষ বলেন, “রাম আমাদের মনে। এবার রাম নবমীর আলাদা মাহাত্ম্য, অযোধ্যার রামমন্দিরে রামলালা অধিষ্ঠিত। ৫০০ বছরের হিন্দু সংস্কৃতি। আদালতের অনুমতি নিয়ে এই মিছিল এই রাজ্যে করতে হয়। রাজ্য সরকার মিছিলে বাধা দেয়।”
আদালত অস্ত্র নিয়ে মিছিল করতে বিশ্বহিন্দু পরিষদ ও অন্যান্য সংগঠনকে নিষেধ করলেও হাওড়ার রামরাজাতলায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর নেতৃত্বে মিছিলে অস্ত্র হাতে উদ্দাম নাচ হল। শুভেন্দু অধিকারী নিউটাউনে রামনবমীর মিছিল করলেন।
কেন রামনবমীর মিছিলে অস্ত্র? উত্তরে হাওড়ার বিজেপি নেতা রথীন চক্রবর্তী জানান, “যখনই সমাজে সঙ্কট এসেছে, তখনই অসুর বিনাশে অস্ত্র তুলে নিতে হয়েছে হাতে। এটাও তারই প্রতীক। কিন্তু পুরাণবিদরা বলছেন, অস্ত্র নিয়ে রামনবমীতে মিছিলের অতীত কোনও রেওয়াজ এ দেশে দেখা যায়নি। পশ্চিমবঙ্গে তো নয়ই। রামচন্দ্র করুণাসাগর, কৃপাময়। তাঁর প্রকৃত ভক্তের ভক্তির উৎসারও অন্য।
পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলেন, “আমাদের বাংলাদেশে কোনওদিন এটা ছিল না। যাঁরা রামচন্দ্রকে আশ্রয় করে এখন রাজনীতি করেন, তাঁরা এগুলি করছেন। রামনবমী উদযাপন চৈতন্য মহাপ্রভুর কারণে শুরু হয়। তিনি এসে রামনবমী তিথি পালন করতে বলেছেন। যেহেতু ভগবানের পূর্ণ অবতার রামচন্দ্র, সেই সম্মান তিনি পান। কিন্তু এই যে অস্ত্র নিয়ে মিছিল, এসব আমাদের দেশে কোনওদিনই ছিল না। যারা নতুন করে রামায়ণ লিখছেন, যাঁরা নতুন করে রামচন্দ্রকে চেনাচ্ছেন, এসব তাদের কাজ। একটা বিশেষ রাজনৈতিক দল এটা করছে।”
তবে নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর এই বক্তব্যে সায় নেই বর্তমান বঙ্গ নিজেপির নেতাদের। এর আগেও যখন রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল হয়েছিল, তখন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেম, “রামনবমীর মিছিলে অস্ত্র থাকবে না কি লাড্ডু থাকবে?”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ দিনে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাম ভারতের বিশ্বাস, ভারতের ভিত্তি। রামচন্দ্রের আদর্শে দেশ পরিচালিত হবে।”
রামের আদর্শে শাসন পরিচালনার জন্যই কি বিজেপি নেতারা কোথাও কোথাও করুণাঘন শ্যামের পথ থেকে সরে এসে হিংসার পথে তাঁর জন্মদিনে অস্ত্র মিছিল করছেন, মিছিলে ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য হচ্ছে? এই প্রশ্ন থাকছেই।
রামনবমী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে শান্তি বজায় রেখে রামনবমী উদযাপনের বার্তা দিয়েছেন। হাওড়ায় তৃণমূলের রামননমীর মিছিলে হাজির ছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিশ্ব হিন্দু পরিষদও রামনবমীর মিছিল করেছে হাওড়ায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved