Home Bengal রামনবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

রামনবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

গত বছর রামনবমীতে ব্যাপক অশান্তির সাক্ষী থেকেছিল বাংলা।

by Pallabi Sanyal
17 views

মহানগর ডেস্ক : জয় শ্রী রাম স্লোগান শুনলে মনে হয় রাজনৈতিক স্লোগান। বিভন্ন সময়ে বিভিন্ন জায়গায় জয় শ্রী রাম স্লোগানের মুখে পড়ে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেও রামনবমীতে শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেননি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখারও আেদন জানিয়েছেন তিনি। এক্সে মমতা লেখেন, ‘রামনবমীর উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। সবার কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন বজায় রাখার আবেদন জানাই।’

 

প্রসঙ্গত,প্রথম দফার ভোটের আগে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে হিংসা ও অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে নাম না করে বিজেপিকে নিশানাও করেছেন মমতা। আর তাই মানুষ যাতে কোনওরকম প্ররোচনার ফাঁদে পা না দেন, সেই বিষয়েও সতর্ক করে দেন তিনি। এবার রামনবমীতে মানুষকে শুভেচ্ছা জানিয়েও সেই শান্তি বজায় রাখার আবেদনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গত বছর রামনবমীতে ব্যাপক অশান্তির সাক্ষী থেকেছিল বাংলা। পবিত্র দিনে রক্তাক্ত হয়েছিল বাংলার মাটি। রাম ভক্তদের ওপর পাথরও নিক্ষেপ করা হয়েছিল। এবছর রামনবমীর শোভাযাত্রা করা নিয়ে জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। কিন্তু ধোপে টেকেনি রাজ্যের আর্জি। শর্ত সাপেক্ষে হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিয়েছে কোর্ট।এর আগে কোচবিহারের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘খুব কঠিন অবস্থা চলছে দেশে, যেই ভোট আসবে আবার একটা যুদ্ধ যুদ্ধ খেলা করবে, হিংসা করতে পারে। ১৭ তারিখ (রামনবমী) ওদের অশান্তি করার দিন, ওরা চায় অশান্তি করে এনআইএ ঢুকিয়ে নির্বাচন বানচাল করতে। ওরা হিংসার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু কেউ প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখতে হবে।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved