মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেলের পদে নিয়োগের পক্রিয়া রাজ্য শুরু করে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। এবার শোনা যাচ্ছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নবান্নর।
প্রসঙ্গত,রাজ্য পুলিশের নিয়োগ করা হবে ৫২৯ জন সাব ইন্সপেক্টর।এই সাব ইন্সপেক্টরদের রাজ্যের ২০২টি থানায় নিয়োগ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইনস্পেক্টর পুলিশে ২৭ বছর হলে করা যেত আবেদন। সেই সময়সীমা ২৭ থেকে ৩০ করে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, চাকরিপ্রার্থীরা যাতে আরও বেশি করে এবং ভালোভাবে সুযোগ পান, সেই জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।
সূত্রের খবর, থানাগুলিতে মূলত ৩৫৩ জন নতুন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হতে চলেছে। রাজ্য়ের বড় থানাগুলিতে ৫১ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হতে পারে। যেভাবে দিন দিন বেড়েই চলেছে অপরাধ তাতে লাগাম টানতেই এই নিয়োগ বলে জনা যাচ্ছে।