মহানগর ডেস্ক: ইতিমধ্যেই সংখ্যায় সেঞ্চুরি হাঁকিয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের বাদাবন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তবে বাঘের সংখ্যা তারপর থেকে আর কত বেড়েছে তা জানতে ফের বাঘ সুমারি শুরু হবে সুন্দরবনে। বিশেষ ক্যামেরা বসানো হবে সোমবার থেকে বাঘের ডেরায়। আগামী কয়েক মাসের মধ্যেই তার মাধ্যমে দেশ তো বটেই গোটা বিশ্ব সুন্দরবনের ভয়াল ভয়ঙ্কর বাঘের প্রকৃত সংখ্যা জেনে যাবে।
রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলে লড়াই করেই বেঁচে রয়েছে।ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বাঘের সংখ্যা নির্ধারণে প্রতি চার বছর অন্তর গোটা দেশ জুড়ে বাঘ সুমারির কাজ চালায় বাঘের বাসস্থান জঙ্গলগুলোতে। অতীতে বাঘের সংখ্যা নির্ধারণ করা হতো বাঘের পায়ের ছাপ কিংবা মল সংগ্রহ করে।
বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে জঙ্গলে ক্যামেরা বসিয়ে যদিও সেই ক্যামেরায় ওঠা ছবির মাধ্যমেই নির্ধারণ করা হয় বাঘের সংখ্যা। ২০২১-২২ সালের পরিসংখ্যানে সেই পদ্ধতি মেনেই ভারতীয় সুন্দরবনের বাঘের সংখ্যা ১০১। এ বার কতটা বেড়েছে সেই সংখ্যা তার একটা সঠিক মূল্যায়ন করার জন্যই সুন্দরবনে ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্যের বনদপ্তর।