মহানগর ডেস্ক: বেশ কয়েকদিন আগে অবিরাম বৃষ্টি চলার পর কিছুদিনে কমেছে দক্ষিণবঙ্গে বৃষ্টি।পাশাপাশি,উত্তরবঙ্গে গত সপ্তাহে প্রবল বৃষ্টি হলেও এই সপ্তাহের শুরু থেকেই উত্তরের জেলাগুলিতে কমেছে বৃষ্টি।এখন হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা।অবস্থান বদলের সম্ভাবনা কম আগামী কয়েক দিনের মধ্যে।আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
প্রথমে আসি কলকাতার আবহাওয়ার খবরে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে।বাড়তে পারে তাপমাত্রা।তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ।সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: CBI Filed Case Against ED Top Officer: পাঁচ কোটি টাকা ঘুষ, ইডির কর্তার বিরুদ্ধে মামলা সিবিআইয়ের
দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।স্বাভাবিকের থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।আগামী কয়েক দিন ধরে উপরের দিকের জেলা যেমন- কালিম্পং, দার্জিলিং,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।