Home Bengal BTS দের দেখতে ঘর ছাড়ল তিন স্কুল পড়ুয়া

BTS দের দেখতে ঘর ছাড়ল তিন স্কুল পড়ুয়া

by Mahanagar Desk
0 views

দক্ষিণ কোরিয়াতে BTS ব্রান্ডের নাম প্রায় সকলেই জানে।এই BTS সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে।এই জনপ্রিয় BTS দের দেখার জন্য মুর্শিদাবাদের তিন স্কুল পড়ুয়া ঘোর ছেড়েছে বলে সূত্র থেকে জানা গিয়েছে।৫ ই সেপ্টেম্বর তারা ঘোর ছাড়লো বলে খবর পাওয়া গিয়েছে।

এই স্কুল পড়ুয়াদের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকাতে।এদের মধ্যে দুইজন নবম শ্রেণীতে এবং একজন সপ্তম শ্রেণীতে পড়ে বলে সূত্র থেকে জানা গিয়েছে।পড়ুয়ারা এই উদ্দেশে ঘর ছারে যে দক্ষিণ কেরিয়াতে BTS দের সাথে দেখা করবে বলে।সেই উদ্দেশ্য নিয়ে ৫ই সেপ্টেম্বর তারা ট্রেন ধরে শিয়ালদহ স্টেশনে পৌঁছিয়ে একটি হোটেলে রাত কাটায় বলে জানা গিয়েছে।তারপর পরের দিন তারা পৌঁছে যায় হওয়ার শালিমার স্টেশনে।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে যে স্কুল পড়ুয়াদের খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন স্থানীয় পুলিশদের খবর দেয়।পুলিশ তাদের তথ্য চারিদিকে ছড়িয়ে দিলে শালিমার স্টেশনে তাদের খুঁজে পায় বলে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে তাদের শালিমার স্টেশনের একটি ওয়েটিং রুম থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ছাত্রীদের জিজ্ঞাসা করলে ছাত্রীরা জানায় যে তারা ইন্টারনেটের মাধ্যমে BTS দের সাথে যোগাযোগ করে মুম্বাই থেকে দক্ষিণ কোরিয়াতে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কারণ ওখানে গেলে তারা কাজের সুযোগ পাবে।কিন্তু আদৌ কি তারা BTS দের সাথে যোগাযোগ করতে পেরেছিল নাকি এটা কোনো চক্রান্তের ফাঁদ।সেই তথ্য খুঁজে বের করতে ঘোর তদন্ত করছে পুলিশ।

দক্ষিণ কোরিয়াতে জনপ্রিয় BTS ব্যান্ডের নাম প্রায় সকলেই জানে। এই BTS সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এই জনপ্রিয় BTS ব্যান্ডের শিল্পীদের দেখার জন্য মুর্শিদাবাদের তিন জন স্কুল পড়ুয়া ঘর ছেড়েছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর তারা ঘর ছেড়ে বেরিয়ে যায়।

এই স্কুল পড়ুয়াদের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকাতে। এদের মধ্যে দুইজন নবম শ্রেণীতে এবং একজন সপ্তম শ্রেণীতে পড়ে বলে জানা গিয়েছে।পড়ুয়ারা এই উদ্দেশ্যে ঘর ছাড়ে যে দক্ষিণ কোরিয়াতে BTS দের সাথে দেখা করবে। সেই উদ্দেশ্য নিয়ে ৫ সেপ্টেম্বর তারা ট্রেন ধরে শিয়ালদহ স্টেশনে পৌঁছয়। তারপর একটি হোটেলে রাত কাটায় বলেও জানা গিয়েছে। তারপর পরের দিন তারা পৌঁছে যায় হাওড়ার শালিমার স্টেশনে।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে যে স্কুল পড়ুয়াদের খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন স্থানীয় পুলিশে খবর দেয়। পুলিশ তাদের তথ্য চারিদিকে ছড়িয়ে দেয়।এরপর তাদের শালিমার স্টেশনে খুঁজে পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ জানিয়েছে তাদের শালিমার স্টেশনের একটি ওয়েটিং রুম থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ছাত্রীদের জিজ্ঞাসা করলে ছাত্রীরা জানায় যে তারা ইন্টারনেটের মাধ্যমে BTS দের সাথে যোগাযোগ করে মুম্বাই থেকে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কারণ ওখানে গেলে তারা কাজের সুযোগ পাবে। কিন্তু আদৌ কি তারা BTS দের সাথে যোগাযোগ করতে পেরেছিল নাকি এটা কোনো চক্রান্তের ফাঁদ। সেই তথ্য খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved