HomeBengalভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কার জেরে মৃত ৪ কৃষক

ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কার জেরে মৃত ৪ কৃষক

- Advertisement -

মহানগর ডেস্ক: মঙ্গলবার সকালেই মালদহে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। আর একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে। তাঁরা প্রত্যেকেই কৃষক ছিলেন।টোটো করে কিষাণমান্ডি যাওয়ার একটি লরি ধাক্কায় প্রাণ হারায় এই চারজন।এদিন ভোরে নাকি সাড়ে ৫টা নাগাদ টোটো করে গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে কিষাণমান্ডিতে যাচ্ছিলেন ওই কৃষকরা।

মোট পাঁচজন ছিলেন বলে জানা গিয়েছে এবং তাঁদের সঙ্গে ছিল সবজিও।১২ নম্বর জাতীয় সড়কে শ্যামনগরের কাছে আসতে একটি লরি তাঁদের টোটোকে সজোরে ধাক্কা মেরে ছিটকে ফেলে দেন তিনজনকে। ওখানে মৃত্যু হয় তিনজনের। তাঁর সাথে যে আরও দুজন কৃষক ছিলেন তাঁদের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার রাস্তায় একজনের মৃত্যু হয়।

আহত আরো এক ব্যক্তি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন লরির গতি অত্যন্ত বেশি ছিল। সে কারণেই হয়তো তখন লরিটে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো তে ধাক্কা মারে। ইতিমধ্যেই ঘাতক লরিটি আটক করেছে পুলিশ কর্তৃপক্ষ।

Most Popular