Home Bengal নলবন নিয়ে হৈ চৈ! কী ঘটেছে ঘটনা?

নলবন নিয়ে হৈ চৈ! কী ঘটেছে ঘটনা?

নবলনে নাকি উপড়ে পড়েছে গাছ।

by Pallabi Sanyal
54 views

মহানগর ডেস্ক : কলকাতার বুকে যেকটি বিনোদন পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল সল্টলেকের নলবন। ইয়ং জেনারেশনের আড্ডা ডেস্টিনেশন বলা যেতে পারে। এবার সেই নলবন নিয়েই শুরু হৈ চৈ। কী হল? জানা যাচ্ছে নবলনে নাকি উপড়ে পড়েছে গাছ। তাও একটি নয়, দুটি নয়, একসঙ্গে ২৫টি। ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগ হয়নি। তাহলে কিভাবে উপড়ে পড়লো এই গাছগুলি? উঠেছে প্রশ্ন।

যেখানে গ্রীষ্মের দিকে এগিয়ে চলেছি আমরা, পরিবেশকে রক্ষা করতে সবুজ বাড়ানোর উদ্যোগের পরামর্শ দেওয়া হচ্ছে, সেখানে এতগুলো গাছ একসঙ্গে উপড়ে পড়ায় ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।এমনকী বন দফতর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গেও কথা বলেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। রাজ্য মৎস্য দফতরের দাবি, প্রাকৃতিক নিয়মেই উপড়ে পড়েছে গাছগুলি। যদিও স্থানীয়দের মধ্যে গাছ প্রাকৃতিক নিয়মে উপড়ে পড়া নিয়ে দানা বেঁধেছে সন্দেহ। জানা যাচ্ছে, নলবনে চলছিল নিষ্কাশনের কাজ। কোনো এক এজেন্সি সেই কাজ চালাচ্ছিল। সেই কাজের প্রভাবেই এতগুলো গাছ উপড়ে পড়লো কিন তা নিয়েও প্রশ্ন রয়েই যাচ্ছে। যেকারণে ওই এজেন্সিকে তলব করা হয়েছে বলে খবর মৎস্য দফতর সূত্রে। শুধু তাই নয়, ব্যাখ্যাও চাওয়া হয়েছে বলে খবর। এদিকে, এজেন্সির দাবি, কোনো গাছ কাটা হয়নি। স্বাভাবিক নিয়মেই উপড়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করবে বন দফতর। তারপরই আসল সত্য প্রকাশ্যে আসবে।

প্রসঙ্গত, কংক্রিটের জঙ্গল গড়তে হামেশাই নির্বিচারে কাটা হচ্ছে গাছ। এমনকি কাঠ পাচারের ঘটনাও ঘটছে। জলাভূমি বুজিয়ে, গাছ কেটে তৈরি হচ্ছে অট্টালিকা। কিন্তু ভেবে দেখেছেন কখনো, এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য? এবার নলবনে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। সোচ্চার পরিবেশ প্রেমীরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved