Home World কানাডায় লুকিয়ে ২১ খালিস্তানি জঙ্গি! প্রমাণ খুঁজতে তৎপর ভারতের, চিন্তিত অস্ট্রেলিয়া

কানাডায় লুকিয়ে ২১ খালিস্তানি জঙ্গি! প্রমাণ খুঁজতে তৎপর ভারতের, চিন্তিত অস্ট্রেলিয়া

by Mahanagar Desk
3 views

কানাডা: হরদীপ সিং নির্জ্জরের খুনের পর থেকেই ক্রমশ চড়তে শুরু করেছে ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। হরদীপের খুনের জন্য সরাসরি ভারতকে দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো। খালিস্তানি জঙ্গিরা কানাডায় আশ্রয় পাচ্ছে এই অভিযোগে দুদেশের মধ্যে নষ্ট হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক। নির্জ্জর খুনের ঘটনায় ভারত যোগের যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছে নয়াদিল্লি। পাল্টা কানাডায় কতজন খালিস্তানি জঙ্গি আশ্রয় নিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে বিদেশমন্ত্রক। একটি তথ্য প্রকাশ করে জানানো হয়, খালিস্তানি জঙ্গি অর্শদীপ সিং ডালা থাকছে ব্রিটিশ কলম্বিয়ায়।

ভারতীয় দূতাবাসে হামলার হুমকি খালিস্তানি জঙ্গির, নীরব কানাডা সরকার

সতিন্দ্রজিৎ সিং ব্রার রয়েছে কানাডার একটি প্রদেশে। ওন্টারিওতে রয়েছে স্নেভার ধিলোঁ। রমণদীপ সিং রয়েছে ব্রিটিশ কলম্বিয়ায়। মালকিৎ শিং, গুরজিৎ সিং, সহ সব মিলিয়ে প্রায় ২১ জন জঙ্গি কানাডার বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে বলে বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে বলেও জানানো হয়েছে। যদিও কানাডার তরফে এখনও কোনও পাল্টা মন্তব্য করা হয়নি। আমেরিকার পাশাপাশি নির্জ্জর খুনের ঘটনায় চিন্তিত অস্ট্রেলিয়াও। বিষয়টি তারা নজরে রেখেছেন বলে জানানো হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, জি-২০ সম্মেলনে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। খালিস্তান নিয়ে ভারত কানাডা সম্পর্ক নজরে রাখছেন তিনিও।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved