Home World US Woman Dead Due To Water Toxicity: প্রবল গরমে চার লিটার জল খেয়ে মৃত্যু মার্কিন মহিলার

US Woman Dead Due To Water Toxicity: প্রবল গরমে চার লিটার জল খেয়ে মৃত্যু মার্কিন মহিলার

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্কু: কুড়ি মিনিটে চার লিটার জল (US Woman Dead Due To Water Toxicity)। প্রবল গরমে সেই জল খেয়েই প্রাণ গেল পঁয়ত্রিশ বছরের এক মহিলার। ঘটনাটি ঘটেছে আমেরিকার ইন্ডিয়ানায়। মৃত মহিলার নাম অ্যাসলে সামারস। এ মাসের চার তারিখে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানেই হাসপাতালে মৃত্যু হয়। প্রবল গরমে জলশূন্যতায় রীতিমতো কাহিল হয়ে অ্যাসলে জল খেলে ক্লান্তি দূর হবে এই আশায় তিনি কুড়ি মিনিটে চার বোতল জল খেয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। জল খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

অ্যাসলের বড ভাই ডেভন মিলার মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে লিখেছেন কেউ তাঁকে জানিয়েছে তাঁর বোন কুড়ি মিনিটের মধ্যে চার বোতল জল খেয়েছিলেন। তাঁর ধারণা প্রতিটি বোতলে ১৬ আউন্স করে জল থাকে। সব মিলিয়ে আনুমানিক দু লিটার জল অ্যাসলে খেয়েছিলেন। হিসেবমতো অর্ধেক গ্যালন। মিলার জানিয়েছেন তাঁর বোন বাড়ি ফিরে গ্যারেজে যান। তারপর আর তাঁর সংজ্ঞা ফেরেনি।

মিলার জানিয়েছেন তাঁর বোন তাঁকে জানান তার হাত পা ভেঙে আসছে। অ্যাসলের মাথা ঘামছিল। কী কারণে ঘটছে, তা তাঁরা কিছুতেই বুঝতে পারেননি। কী করবেন তা তাঁদের মাথায় আসছিল না। তার চেহারা মোটেই ভালো দেখাচ্ছিল না। কেমন অবসন্নভাব ছড়িয়ে পড়েছিল চোখে মুখে। চিকিৎসকরা জানিয়েছেন অ্যাসলে হাইপোনাট্রেমিয়া, যাকে জলের বিষক্রিয়াও বলা হয়, তাতেই মারা গিয়েছে। মায়ো ক্লিনিক জানাচ্ছ, এই রোগে রক্তে সোডিয়ামের পরিমাণ অনেকটাই কমে যায়।

এই ঘটনায় অ্যাসলের পরিবারের সবাই ভেঙে পড়েন। বিরল এই রোগে আক্রান্তের পক্ষে ভয়ঙ্কর হতে পারে। এটি সাধারণত ঘটে খুব অল্পসময়ে খুব বেশি পরিমাণ জল খেলে। কিডনি বেশি জল ধরে রাখার ফলে তা বিপজ্জনক হয়ে ওঠে। এর লক্ষণগুলো হল শরীর ভালো না লাগা, পেশিতে খিঁচ ধরা, বমি বমি ভাব এবং মাথা ধরা।

ওই হাসপাতালের টক্সিলজিস্ট ড. ব্লেক ফ্রোবার্গ জানিয়েছেন গরমে এই বিরল উপসর্গে মৃত্যু পর্যন্ত হতে পারে। যাঁরা বাইরে কাজ করেন বা ঘনঘন শারীরিক অনুশীলন করেন, তাঁরা এর কবলে পড়ে থাকেন। এটা প্রচণ্ড পরিমাণে জল খেলে রক্তে সোডিয়াম কমে গিয়ে বিপত্তি ঘটায়। এক্ষেত্রে আক্রান্তদের ইলেকট্রোলাইট,সোডিয়াম, পটাসিয়াম রয়েছে, এমন পানীয় খাওয়ানো উচিত।

 

You may also like