Homeঅন্য খবরকুকুরের পিঠে চেপে সাঁতার কাটছে একটি ক্যাঙ্গারু! ভাইরাল ভিডিও

কুকুরের পিঠে চেপে সাঁতার কাটছে একটি ক্যাঙ্গারু! ভাইরাল ভিডিও

- Advertisement -

মহানগর ডেস্ক: কুকুরের পিঠে চেপে সাঁতার কাটছে একটি ক্যাঙ্গারু। জলে স্নান করতে নেমেছিল দুই বন্ধু। হঠাৎই একজন আরেকজনের পিঠে চেপে বসে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে ক্যাঙ্গারুর রোষের মুখে পড়েন এক ব্যক্তি। প্রাণীটির হাতে সপাটে চরও খেতে হয় ওই ব্যক্তিকে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে। যা দেখে ভিডিওটি শেয়ার না করে থাকতে পারেননি নেটিজেনরা।

ভাইরাল ভিডিও 

প্রতিদিন নানান আজগুবি ঘটনা ভাইরাল হয়ে ঘুরপাক খায় নেট দুনিয়ায়। সম্প্রতি তেমনই সমগোত্রীয় একটি ভিডিও নেট নাগরিকদের আলোচনায় উঠে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুকুরে স্নান করতে নেমেছে একটি ক্যাঙ্গারু ও আরেকটি কুকুর। হঠাৎই কুকুরটির পিঠে চেপে বসে ক্যাঙ্গারুটি। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন এক ব্যক্তি। কুকুর এবং ক্যাঙ্গারুর খুনসুটির ভিডিও ক্যামেরাবন্দি করছিলেন তিনি। যা দেখে ওই ব্যক্তির ওপর হামলা চালায় ক্যাঙ্গারু। 

পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি সেখান থেকে কেটে পড়ে কুকুরটি। ক্যাঙ্গারুর হাতে সপাটে চর খেয়ে হাত থেকে জলে পড়ে যায় ওই ব্যক্তির ফোন। তবে ব্যক্তিও অল্পতে ছাড়বার পাত্র নন। ফোনটি জল থেকে তুলে আবারও ভিডিও করতে শুরু করেন তিনি। যেই দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই চর্চায় উঠে এসেছে কুকুর এবং ক্যাঙ্গারুর বন্ধুত্ব। যদিও কেউ কেউ আবার ব্যক্তির ওপরে ক্যাঙ্গারুর রাগের কথাও উল্লেখ করেছেন। 

আরও পড়ুন: বৃষ্টির কারণে প্রথমদিনের ম্যাচ বাতিল হল রোহিতদের, দ্বিতীয় দিনের অপেক্ষায় নিউজিল্যান্ড

প্রসঙ্গত, ক্যাঙ্গারু ও কুকুরের খুনসুটির ভিডিও এখনও পর্যন্ত প্রায় 13 লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটি দেখার পাশাপশি শেয়ারও করেছেন প্রায় 34 হাজার মানুষ। তবে আশ্চর্যের বিষয় ভিডিওটির শেয়ারের সংখ্যার কাছে হার মেনেছে প্রায় সাড়ে 25 হাজার লাইক।

Most Popular