মহানগর ডেস্ক: রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়ে একটি সিংহ! যাকে দেখে চোখ কপালে ওঠে পাড়া প্রতিবেশীদের। এক প্রতিবেশীর ঘরে হঠাৎই ঢুকে পড়ায় তাকে তাড়াতে জড়ো হয় অনেকেই। শেষ পর্যন্ত পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় এলাকা ছাড়ে ওই প্রাণী। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজের মাধ্যমে। যা দেখার পর দৃষ্টি স্থির করেছেন নেট নাগরিকরা।
নেট দুনিয়া স্ক্রোল করতে করতেই সামনে ভেসে উঠছে একটি ভিডিও। যেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে কোনওভাবে লোকালয়ে ঢুকে পড়েছে একটি সিংহি। যাকে দেখে ঘুম উড়েছে এলাকাবাসীর। প্রতিবেশীর বাড়িতে হঠাৎই সিংহির আগমন একেবারেই স্বস্তিদায়ক নয়। যা দেখা মাত্রই তড়িঘড়ি লাঠি নিয়ে ছুটে আসেন এলাকাবাসীরা। শুরু হয় প্রাণীটিকে তাড়ানোর তোড়জোড়। এলাকার বাসিন্দাদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মীকেও লাঠি হাতে দেখা গিয়েছে। সকলেই সিংহিকে তাড়াতে বদ্ধপরিকর।
কেউ লাঠি দিয়ে সজোরে প্রহার করছেন মাটিতে, কেউ আবার প্রাণীটিকে তাক করে ছুঁড়ে মারছেন জলের পাত্র। সকলের উদ্দেশ্য একটাই। যেকোনও প্রকারে হোক এই হিংস্র পশুকে পাড়াছাড়া করা। আর সেই চেষ্টাতেই সাফল্য এল কিছুক্ষণ পর। স্থানীয় বাসিন্দাদের অত্যাচারে অবশেষে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই সিংহি। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই পা রেখেছে নেট মাধ্যমে। যা এখনও পর্যন্ত 23 লাখেরও বেশি মানুষ চাক্ষুষ করেছেন। একই সঙ্গে এসেছে একাধিক মিশ্র প্রতিক্রিয়াও।