মহানগর ডেস্ক: আকাশি রঙের গেঞ্জিতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তার গলায় ঝুলছে একটি বিশালাকার অজগর। হঠাৎই সেখানে এক মহিলার আগমন ঘটল। ছুটে এসে সাপটিকে চুম্বন করতে গিয়ে বিপদের মুখে পড়লেন ওই তরুণী। অতি সম্প্রতি একটি দৃশ্য ধরা পড়েছে সমাজের মাধ্যমে। যা দেখে এক প্রকার বাকরুদ্ধ হয়ে যাওয়ার যোগার।
কথায় আছে, কোনও কিছুই বেশি ভাল নয়। সম্প্রতি এই প্রচলিত প্রবাদটি কাটায় কাটায় মিলিয়ে দিয়েছে একটি ভিডিও। বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে ঘুরপাক খাওয়া ভিডিওটি সামনে আসতেই হক চকিয়ে যাচ্ছেন সকলে। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, আকাশি রঙের গেঞ্জি পড়ে দাঁড়িয়ে রয়েছেন দুজন। প্রথম জনের গলায় ঝুলছে একটি বিরাট অজগর। অন্যজন সাপটির লেজ ধরে দাঁড়িয়ে। এমন সময় সেখানে উদয় হন এক তরুণী। ছুটে এসে সম্ভবত অজগরের মুখে চুম্বন করতে যাচ্ছিলেন তিনি। আর সেই কাজ করতেই পেতে হল কঠোর শাস্তি।
আরও পড়ুন: মাস সেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার কামিন্দু ও ইংল্যান্ডের মহিলা ব্যাটার বাউমন্ট
অজগরটির দিকে মুখ বাড়িয়ে চুম্বন করতে যাচ্ছিলেন তরুণী। এমন সময়ে আচমকা তার ওপর হামলা চালায় সাপটি। এক ঝটকায় সোজা তরুণীর মুখে কামড় বাসায় সে। যদিও পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দীর্ঘক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পান ওই মহিলা। যেই দৃশ্য সমাজ মাধ্যমে পা রাখতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি তরুণীর এহেন আচরণ ভিডিওটির কমেন্ট বক্স জুড়ে নিন্দার ঝড় তুলেছে। কেউ কেউ আবার লিখেছেন, “সে এরপর থেকে আর কখনই এই কাজ করবে না”।