HomeAutoলঞ্চ হয়ে গেল TVS Raider 125 iGO ভেরিয়েন্ট, দাম জানলে কিনতে চাইবেন

লঞ্চ হয়ে গেল TVS Raider 125 iGO ভেরিয়েন্ট, দাম জানলে কিনতে চাইবেন

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: ভারতের বাজারে TVS Raider 125 বাইকটি দাপটের সাথে নিজের জায়গা ধরে রেখেছে। 2021 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া এই মডেল আট থেকে আশি সকলেই খুব পছন্দ করছেন। সম্প্রতি সংস্থা জানিয়েছে Raider বাইকটি বিক্রির ক্ষেত্রে মাইলফলক ছুঁয়ে ফেলেছে তারা। আর সেই সাফল্য উদযাপনে ভারতের টু হুইলার বাজার কাঁপাতে আজ অর্থাৎ বৃহস্পতিবার TVS Raider 125 বাইকটির নতুন ভেরিয়েন্ট Raider 125 IGO লঞ্চ করল সংস্থা। TVS জানিয়েছে, এই বাইক মূলত Honda Shine 125 এবং Hero Xtreme 125R বাইক দুটিকে টেক্কা দিতে সিদ্ধহস্ত। 

TVS Raider 125 IGO ভেরিয়েন্টটির বৈশিষ্ট্য ও দাম

পূর্বসূরী মডেলের মতোই এই IGO ভেরিয়েন্টটিতেও রয়েছে 124.8 সিসির একটি এয়ার-কুলড শক্তিশালী ইঞ্জিন। যা 11.2bhp শক্তি এবং 11.2Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে থাকছে তিন-ভালভ বিশিষ্ট মোটর। এছাড়াও এই নয়া অবতারে সেগমেন্ট-ফার্স্ট বুস্ট মোড ব্যবহার করে 5.8 সেকেন্ডে 0-60kmph স্পিড তোলা যাবে। পাশাপাশি 5 স্পিডের গিয়ার বক্স যুক্ত এই বাইকে iGO প্রযুক্তির দরুণ একটি স্টার্ট/স্টপ সিস্টেমও রয়েছে যা 10 শতাংশ জ্বালানী সাশ্রয় করবে। 

Tvs তাদের এই নতুন ভেরিয়েন্টটিতে একই ডিজাইন রেখেছে। সেই সঙ্গে থাকছে ফ্রন্ট ডিস্ক এবং 17 ইঞ্চির অ্যালয় হুইল সহ রিয়ার ড্রাম ব্রেক। এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এই বাইকে রয়েছে 0.55Nm অতিরিক্ত টর্ক ও উন্নত iGO সুবিধা, TVS SmartXonnect সহ LED আলোকসজ্জা যুক্ত সম্পূর্ণ ডিজিটাল রিভার্স ডিসপ্লে, নেভিগেশন, কল অ্যালার্ট, ভয়েস সাপোর্ট, রাইড রিপোর্ট, ব্লুটুথ কানেকশন সহ একাধিক ফিচার। এবার আসা যাক TVS Raider 125 IGO বাইকটির দামের প্রসঙ্গে, সংস্থা ভারতের বাজারে বাইকটির এক্স শোরুম মূল্য 98,389 টাকা রেখেছে। 

আরও পড়ুন: বাবরকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে পিসিবিকে তুলধোনা প্রাক্তন বোর্ড নির্বাচকের!

Most Popular