HomeCrimeবিএমডবলিউ গাড়ি,১৫ একর জমি, ১৫০ ভরি সোনা দিতে না পারায় বাতিল বিয়ে,...

বিএমডবলিউ গাড়ি,১৫ একর জমি, ১৫০ ভরি সোনা দিতে না পারায় বাতিল বিয়ে, শোকে আত্মঘাতী তরুণী চিকিৎসক

- Advertisement -

মহানগর ডেস্ক: প্রেমের বিয়ে। কথাবার্তা মোটামুটি পাকা। কিন্তু যে বয়ফ্রেন্ডের সঙ্গে মালাবদল হবে, বিয়ের আগে তার পরিবার হঠাৎ-ই বেঁকে বসল বিয়ের ব্যাপারে। পাত্রের পরিবারের দাবি পণ হিসেবে বিএমডবলিউ গাড়ি চাই আর পনেরো একর জমি, চাই দেড়শো ভরি সোনার গয়না। কেরলের তিরুঅনন্তপুরমের সাহানা নামে তরুণী চিকিৎসকের পরিবার হবু চিকিৎসক পাত্রের পরিবারকে জানিয়ে দেয় তারা তাদের দাবিমতো বিএমডবলিউ গাড়ি, জমি, পনেরো একর জমি, দেড়শো ভরি সোনার গয়না দিতে পারবে না। তা জানার পরই বিয়ে ভেঙে দেয় পাত্রপক্ষ । বিয়ে ভাঙার কষ্ট সহ্য করতে না পেরে শেষপর্যন্ত আত্মহত্যার মতো চরম পথ বেছে নেয় ছাব্বিশ বছরের তরুণী চিকিৎসক।

সাহানার বাবা চাকরি করতেন আরবে। সেখানে দু বছর আগে তিনি মারা যান। সাহানার সঙ্গে ইএ রুয়াইসের সম্পর্ক গড়ে ওঠে। দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই মতো প্রস্তুতি শুরু হয়। কিন্তু গোল বাধল পণ নিয়ে। সাহানা ছাড়া পরিবারে আছেন মা, দুই ভাইবোন।  আত্মঘাতী চিকিৎসকের পরিবারের অভিযোগ পণ মেটাতে না পারার কথা জানানোর পরেই বিয়ে ভেঙে দেয় পাত্রের পরিবার। সেই আঘাত সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় তাদের মেয়ে। স্থানীয় বাসিন্দারা জানান আত্মঘাতী চিকিৎসকের কাছ থেকে একটি সুইসাইট নোট পাওয়া গিয়েছে। তাতে তিনি লিখেছেন সবাই শুধু টাকাই চায়। এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু উন্নয়ন বিভাগকে পণ নিয়ে অভিযোগের ব্যাপারে একটি রিপোর্ট জমা দিতে বলেছেন।

ঘটনাটি খতিয়ে দেখছে রাজ্যের সংখ্যালঘু কমিশন। প্যানেলের চেয়ারপার্সন এএ রশিদ বিষয়টি নিয়ে জেলা শাসক,শহরের পুলিশ কমিশনার ও মেডিকেল এডুকেশনের ডিরেক্টরকে এ মাসের চোদ্দ তারিখে কমিশনে হাজির হয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পি সাথীদেবী আত্মঘাতী চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান আত্মহত্যার কারণ হিসেবে পণের জন্য মানসিক অশান্তি প্রমাণিত হয়,তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

 

Most Popular