HomeCrimeভয়ঙ্কর, গর্ভবতী মহিলাকে গণধর্ষণ করে গায়ে লাগিয়ে দেওয়া হল আগুন

ভয়ঙ্কর, গর্ভবতী মহিলাকে গণধর্ষণ করে গায়ে লাগিয়ে দেওয়া হল আগুন

- Advertisement -

 মহানগর ডেস্ক:  মর্মান্তিক,  যে  ঘটনা সামনে এসেছে তাতে শিউরে উঠেছেন সকলে।  ৩৪ বছরের এক গর্ভবতী মহিলা গণধর্ষণের শিকার হয়েছে। কেবল শুধু ধর্ষণ নয় নির্যাতনের পর মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে তিনজন যুক্ত বলেই জানা গিয়েছে।

মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে।  তিনজন ব্যক্তি মিলে গর্ভবতী মহিলার উপর অত্যাচার চালায় বলেই  জানা গিয়েছে। মহিলা   হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি  জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলেই শনিবার জানিয়েছে    পুলিশ।   একজন আধিকারিক জানিয়েছেন নির্যাতিতার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি গোয়ালিয়রে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার আম্বা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে চাঁদ কা পুর গ্রামে ঘটনাটি ঘটে বলেই জানিয়েছে পুলিশ। আম্বা থানার ইন্সপেক্টর অলোক পরিহার  জানিয়েছেন,  নির্যাতিতা মহিলা অন্য এক মহিলার সঙ্গে সমঝোতা করতে গ্রামে গিয়েছিলেন যিনি তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন৷  ওই মহিলার বাড়ি যেতেই   মহিলার বাড়িতে উপস্থিত তিনজন পুরুষ মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ। পরে তিনজন মহিলার গায়ে জ্বালানি ঢেলে তাকে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ একটি ভিডিও পেয়েছে যেখানে নির্যাতিতাকে  একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া  হচ্ছে। যেখানে তাঁকে  বলতে শোনা যায় যে  তাঁকে প্রথমে গণধর্ষণ করা হয়েছিল  এবং তারপর অভিযুক্ত মহিলা এবং পুরুষরা তাকে পুড়িয়ে দিয়েছে। এই ভিডিও পুলিশের কাছে দিয়েছেন নির্যাতিতার স্বামী যিনি ধর্ষণের মামলায় জামিনে রয়েছেন।  ভুক্তভোগী ম্যাজিস্ট্রেটের কাছে তার বক্তব্য রেকর্ড করেছে।  পুলিশ এখনও তার বক্তব্য রেকর্ড করতে পারেনি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

 

Most Popular