HomeCrimeএবার যোগী-রাজ্যে চলন্ত গাড়িতে সরকারি আধিকারিকের মেয়েকে গণধর্ষণ,ধৃত ৩

এবার যোগী-রাজ্যে চলন্ত গাড়িতে সরকারি আধিকারিকের মেয়েকে গণধর্ষণ,ধৃত ৩

- Advertisement -

মহানগর ডেস্ক: ফের প্রশ্নের মুখে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। এবার এক সরকারি আধিকারিকের বাইশ বছরের মেয়েকে চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনায় যোগী-রাজ্যের আইনশৃঙ্খলা যে একেবারে তলানিতে এসে ঠেকেছে,তা প্রকাশ্যে এল। নিগৃহীতা তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়-হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগে গিয়েছিলেন। সেখানে কিছুদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। ডিসেম্বরের পাঁচ তারিখে তিনি সত্যম মিশ্র নামে এক চা দোকানির কাছ থেকে মোবাইলে চার্জ দিতে গিয়েছিলেন। ওই চা দোকানে তিনি প্রায়ই যেতেন।

চা দোকানি তাঁকে কাছাকাছি দাঁড় করানো অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যান। কিছুক্ষণ পর দেখেন অ্যাম্বুলেন্স চলে  গিয়েছে। এরপর ওই দোকানি তাঁকে গাড়ি করে বরাবাঁকির সফেদাবাদে একটি ধাবায় নিয়ে যান। গাড়িতে অভিযুক্ত দুজন আগে থেকেই ছিল। তিনজন মিলে তাঁকে মাদক মেশানো জোর করে খাওয়ায় এবং গাড়ির মধ্যে ধর্ষণ করে।

তারপর তাঁকে ইন্দিরা নগর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেয়। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন অপরাধমূলক ধারায় এফআইআর দায়ের করা হয় ওয়াজিরগঞ্জ থানায়। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। বাকি দুজনের নাম সুহেল এবং মহম্মদ আসলাম। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা যে গাড়িটি ব্যবহার করেছিল, সেই গাড়ি-সহ দুটি মোবাইল ফোন এবং নগদ ১৯,৮৩০ টাকা উদ্ধার করেছে পুলিশ।     

 

Most Popular