Home Entertainment অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে তাক লাগানো চাঁদের হাটের আসর

অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে তাক লাগানো চাঁদের হাটের আসর

আম্বানি পরিবারের প্রত্যেকেই পার্টি লুকে অপূর্ব দেখাচ্ছিলেন।

by Pallabi Sanyal
33 views

মহানগর ডেস্কঃ এই সপ্তাহের শুক্রবার থেকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশন শুরু হয়ে গেল। দেশ বিদেশের নামি বা খ্যাতি ব্যক্তিদের সমারোহে এই প্রি ওয়েডিং সেলিব্রেশনে চাঁদের হাট বসেছিল বলা যেতেই পারে। রাধিককে পিঙ্ক রঙের গাউন পরে অপূর্ব দেখাচ্ছিল। রাধিকার পাশাপাশি আম্বানি পরিবারের প্রত্যেকেই পার্টি লুকে অপূর্ব দেখাচ্ছিলেন।

অনন্ত এবং রাধিকা ২০২৩ সালের ১৯ জানুয়ারি মুম্বইয়ে বাগদান সেরেছিলেন । আম্বানির বাসভবন অ্যান্টিলিয়াতে বাগদানের অনুষ্ঠানপর্ব হয়েছিল। নাম ছিল ‘গোল ধানা’। অনন্ত-রাধিকার ‘রোকা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজির মন্দিরে, ২০২২-এর ২৯ ডিসেম্বর মাসে জাঁকজমকের সহিত । একই ভাবে জাঁকজমক দেখা যাচ্ছে শুক্রবার থেকে চলতে থাকা প্রি ওয়েডিং সেলিব্রেশনেও। এই সপ্তাহের শুক্রবার থেকে জাকজমক এর সহিত ধুমধাম করে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে। গুজরাতের জামনগরে দেশ বিদেশের ভিআইপি ব্যক্তিদের সমাগমে চাঁদের হাট বসেছে গতকাল থেকে। পপ তারকা রিহানার সাথে স্টেজ মাতাতে গোটা আম্বানি পরিবারকে দেখা গেছে, তাদের প্রত্যেকের মুখে খুশি ঝলমল করছিল। কিং খানকেও মঞ্চ মাতাতে দেখা গেছে।

তিন দিনের প্রি বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনের ইভেন্টের নাম ‘ইভনিং ইন এভারল্যান্ড’ দেওয়া হয়েছে, ড্রেস কোড ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড রাখা হয়েছে ‘জঙ্গল ফিভার’, আম্বানিদের অ্যানিমাল রেসকিউ সেন্টারের বাইরে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। তারপর থাকছে ‘মেলা রুজ’, এর ড্রেস কোড হচ্ছে ‘ড্যাজলিং দেশি রোম্যান্স’, ঐতিহ্যপূর্ণ দক্ষিণ এশিয় পোশাক পরতে হবে এই দিন সবাইকে । এর পাশাপাশি অন্তিম দিনে থাকছে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’ এবং জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।

এই প্রাক বিবাহ অনুষ্ঠানে ব্ল্যাক নেটের শাড়িতে সকলের নজর কেড়েছেন ধনী স্ত্রী শাক্সী, কোনও দিক থেকে কম যাননি ধনীও। ব্লেজার পরে মাহিকে বেশ ভালো দেখাচ্ছিল। স্বামী এবং ছেলে তৈমুর আলি খান সহ কারিনা কাপুর কে দেখা যায়।কারিনার পরনে ছিল গোলাপি শাড়ি, সেই শাড়িতেই নজর কারলেন তিনি।এই অনুষ্ঠানে দেখতে পাওয়া গেছে মার্ক জুকারবার্গকেও, স্ত্রীর সাথে একটু অন্যরকম লুকে ধরা দিয়েছেন এই দম্পতি। আবার গতকাল ইভাঙ্কা ট্রাম্প এসেছিলেন এই অনুষ্ঠানে শুভকামনা জানাতে। সিলভার সিক্যুয়েন্স শাড়িতে প্রি ওয়েডিং সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন স্বামি এবং কন্যার সঙ্গে। ব্লু গাউন পরে দেখতে পাওয়া গেছে আলিয়া ভাটকে। কিং খান তার পরিবার সহ আসেন, তাঁর পরিবারের প্রত্যেকই তাঁদের অপূর্ব সাজগোজের মাধ্যমে নজর কাড়েন।

অতিথিদের স্বাগত জানাতে দেখা গেছে  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে । অতিথি আপ্যায়ন করে মুকেশ আম্বানি বলেন, “সম্মানিত বন্ধু এবং পরিবারের সকলকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। ভারতীয় সংস্কৃতিতে আমরা আমন্ত্রিতদের সম্মানের সঙ্গে অতিথি বলি। অতিথি দেব ভব, এর মানে অতিথি ঈশ্বরের মতো।” তিনি আরও বলেন “আমি যখন আপনাকে নমস্কার করছি, এর মানে হল, আমার মধ্যে থাকা ঐশ্বরিক শক্তি আপনার মধ্যে থাকা ঈশ্বরকে প্রণাম জানাচ্ছে। আপনারা সবাই এই শুভ অনুষ্ঠানকে মঙ্গলময় করে তুলেছেন। ধন্যবাদ। হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ।” এর পাশাপাশি অনন্ত-রাধিকার একসঙ্গে পথ চলা শুরু হল মনে করিয়ে দিয়ে মুকেশ আম্বানি এই অনুষ্ঠানে বলেন, “অনন্ত-রাধিকার আজীবনের গাঁটছড়ায় আপনাদের আশীর্বাদ ওঁদের জীবনে প্রাচুর্য নিয়ে আসবে, যা কখনওই কমবে না। আজ আমার বাবা ধীরুভাই আম্বানিও স্বর্গ থেকে ওঁদের আশীর্বাদ করছেন। আমি নিশ্চিত, উনি দ্বিগুণ খুশি, কারণ তাঁর প্রিয় নাতি অনন্তর জীবনের এই বিশেষ মুহূর্তটা আমরা জামনগরে উদযাপন করছি।”

পরিবারের প্রত্যেকজনকেই অপূর্ব দেখাচ্ছিল, এর সাথে তাদের সবার মুখে হাসিতে বার বার খুশির ঝলক প্রকাশ্যে প্রস্ফুটিত হচ্ছিল। আর কয়েকটা দিন, তারপর অনন্ত এবং রাধিকার সাত পাকে বাধা পড়ার দৃশ দেখার অপেক্ষা মাত্র।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved