Home Entertainment ভয়াবহ দুর্ঘটনার কবলে সলমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা

ভয়াবহ দুর্ঘটনার কবলে সলমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা

by Mahanagar Desk
14 views

মহানগর ডেস্ক: বলিউড সুপারস্টার সলমান খানের শ্যালক আয়ুশ শর্মাকে নিয়ে একটি বড় খবর সামনে আসছে। মুম্বইতে তাঁর গাড়ি বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল। কিন্তু ভাল বিষয় হল, ঘটনার সময় আয়ুষ শর্মা গাড়ির ভেতরে উপস্থিত ছিলেন না।বলিউড সুপারস্টার সলমান খানের শ্যালক আয়ুশ শর্মাকে নিয়ে একটি বড় খবর সামনে আসছে। মুম্বইতে তাঁর গাড়ি বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল। কিন্তু ভাল বিষয় হল, ঘটনার সময় আয়ুষ শর্মা গাড়ির ভেতরে উপস্থিত ছিলেন না।

 

তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িতে শুধু আয়ুশ শর্মার চালকই ছিলেন। তিনি একটি গাড়ি নিয়ে মুম্বাইয়ের পেট্রোল পাম্পে গিয়েছিলেন, তখনই একজন বাইক চালক আয়ুশ শর্মার গাড়িকে ধাক্কা মারে। অভিযুক্ত ব্যক্তি মদ্যপ ছিলেন। তবে কারুর হতাহতের তথ্য এখনও প্রকাশিত হয়নি। এই গাড়ি দুর্ঘটনা নিয়ে আয়ুষ শর্মা বা সালমান খানের তরফ থেকে কোনও বিবৃতি আসেনি।

আয়ুশ শর্মা বিয়ে করেছেন সালমান খানের বোন অর্পিতা খানকে। বর্তমানে দম্পতির দুটি সন্তান রয়েছে। আয়ুশও সলমানের মতো বলিউডে নিজের ছাপ ফেলতে চান। ২০১৮ সালে তিনি ‘লাভরাত্রি’ ফিল্ম দিয়ে কেরিয়ার শুরু করেন। এই ছবিটি প্রযোজনা করেছেন সালমান খানের ব্যানার। তবে আয়ের দিক থেকে ছবাটি বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি। ২০২৩ সালের অক্টোবরে, আয়ুশ শর্মা বলিউডে ৫ বছর পূর্ণ করেছেন।

২০২১ সালে, আয়ুশ শর্মাকে ‘অ্যান্টিম: দ্য ফাইনাল লাস্ট ট্রুথ’ ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তিনি প্রথমবার সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এতে আয়ুষ তার অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছিলেন। আয়ুশ কে পরবর্তীতে ‘রুসলান’ ছবিতে দেখা যাবে যা একটি সম্পূর্ণ অ্যাকশন প্যাকড ছবি। কিছুদিন আগেই তিনি এই সিনেমার ঘোষণা দিয়েছেন। এতে, অভিনেতা তার চরিত্রের জন্য অসাধারণ রূপান্তর করেছেন। আয়ুশ শর্মার এই ছবিটি আগামী বছরের ১২ জানুয়ারি, ২০২৪-এ প্রেক্ষাগৃহে হিট হবে।

You may also like