Home Bengal কলকাতার নোনাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা

কলকাতার নোনাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা

by Mahanagar Desk
5 views

মহানগর ডেস্ক: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সন্ধ্যায় কলকাতার নোনাপুকুর এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় বড় ধরনের আগুন লাগে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং আটকে পড়া পাঁচ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।

দমকল আধিকারিকরা জানিয়েছেন যে, তাঁরা রবিবার বিকেল ৪.৩০ টার দিকে এজেসি বোস রোডের একটি বিল্ডিং থেকে আগুনের খবর পান, যার পরে ছয়টি ফায়ার ও উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছুটে যান।ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল বিভাগের মন্ত্রী সুজিত বোস। তাঁর কথায়, “ভিতরে আটকে পড়া পাঁচজনকে সিঁড়ির সাহায্যে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।” গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। উদ্ধার কাজে নেমে পড়েছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকল বাহিনী তড়িঘড়ি বাড়ির ভিতর আটকে পড়াদের বের করতে শুরু করেন। কিন্তু অত্যন্ত সঙ্কীর্ণ পরিসরে মই লাগানো সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়িতে আর কেউ আটকে নেই। আসলে নোনাপুকুরের ওই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। ফলে এক বাড়ি থেকে আগুন অন্য বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল, সেটাই অনুমান করছেন সলকে। অবশেষে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। প্রয়োজনে আনা হবে আরও বেশি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাড়ির মধ্যে কোনও গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন ধরে যায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved